টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই ম্যাচ দিয়ে দুই বছর পর ওয়ানডে একাদশে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।
ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এই ম্যাচ দিয়ে দলে ফিরলেন। শ্রীলঙ্কা সফর দিয়ে ওয়ানডে দলে ফেরা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে রাখা হয়েছে একাদশে।
তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মাশরাফির সঙ্গে পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন। স্পেশালিস্ট অফ স্পিনার হিসেবে একাদশে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকেও অফ স্পিনের সার্ভিস নেওয়ার সুযোগ থাকবে।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১৩ ওয়ানডেতে অপরাজিত আছে বাংলাদেশ। ঘরের মাঠের রেকর্ডে আরও এগিয়ে মাশরাফিবাহিনী। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে কখনই ওয়ানডে হারেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), টিনাসে কামুনহুকামুই, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), রিচমন্ড মুতুম্বামি, রেজিস চাকাভা, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্রিস এমপফু, চার্ল মুম্বা, ডোনাল্ট টিরিপিানো ও টিনোটেন্ডা মুতমবদজি।