টেস্ট র্যাঙ্কিংয়ে যুক্ত হলো সাকিবের নাম
আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যুক্ত হলো সাকিব আল হাসানের নাম। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো আগের জায়গাটি ফিরে পাননি বাংলাদেশ অলরাউন্ডার। এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার আগে তিন নম্বরে ছিলেন তিনি। ৭ ডিসেম্বর ঘোষিত টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চারে জায়গা হয়েছে সাকিবের, তার রেটিং পয়েন্ট ৩৬৬।
শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তার রেটিং পয়েন্ট ৪৪৬। দুই নেমে যাওয়া উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডারের রেটিং পয়েন্ট ৪৩৪। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন ভারতের বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু হয় সাকিবের। নিষিদ্ধ হওয়ার আগে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে পুরনো জায়গা ফিরে পান সাকিব।
এরআগে ওয়ানডেতেও হারানো জায়গা পান তিনি। গত মাসের শুরুর দিকে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। প্রথম হালনাগাদেই সাকিব ফিরে পান হারানো সিংহাসন।
জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আইসিসির র্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা এরচেয়ে বেশি সময়ের জন্য নিষিদ্ধ হলে তার নাম র্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়। নিষিদ্ধ হওয়ায় তিন ফরম্যাটের র্যাঙ্কিং থেকেই সাকিবের নাম বাদ দেওয়া হয়েছিল।