তিন বছরে পিএসজিতে ১১০০ কোটি টাকা পাবেন মেসি
লিওনেল মেসিকে কে না দলে চায়, তাকে চায়নি এমন কোনো ক্লাব ছিল? খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আর্জেন্টাইন ফুটবল জাদুকরতে পেতে দরকার টাকার বস্তা। ফ্রি এজেন্ট হওয়ার পরও মেসিকে দলে ভেড়াতে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) এমন পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে, যা বেশিরভাগ ক্লাবের নেই।
পিএসজি থেকে কতো টাকা পাবেন মেসি? সেই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে'কিপ। তাদের খবরে বলা হয়েছে, ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার যদি পিএসজির সঙ্গে করা চুক্তির মেয়াদের তিন বছর পূর্ণ করেন, তাহলে তিনি ১১০ মিলিয়ন ইউরো পাবেন (১১০০ কোটি টাকা)।
যদিও পিএসজির সঙ্গে তিন বছরের নয়, দুই বছরের চুক্তি হয়েছে মেসির। তৃতীয় বছরের চুক্তির সুযোগও রাখা হয়েছে। দুই পক্ষের সম্মতির ভিত্তিতে আরেক বছরের চুক্তি হতে পারে। প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রথম মৌসুমে পিএসজি থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৩০০ কোটি ১৮ লাখ টাকা) পাবেন।
১১০ মিলিয়ন ইউরো ভাগে ভাগে পাবেন মেসি। প্রথম মৌসুমে ৩ কোটি ইউরো পেলেও পরের মৌসুমে সেটা হবে ৪ কোটি ইউরো (৪০০ কোটি ২৮ লাখ টাকা)। তৃতীয় বছরের চুক্তি হলে ওই মৌসুমেও পিএসজি থেকে তার আয় হবে ৪ কোটি ইউরো। এর মধ্যে যুক্ত থাকবে আনুগত্য বোনাসের ১ কোটি ইউরো। তৃতীয় বছরের চুক্তি হলেই কেবল এই বোনাস মিলবে।
ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিএসজিতে নেইমারের সমান বেতন মেসির। যেটা কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি। ফরাসি জায়ান্টদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে নেইমারের। এই চুক্তির আগে মেসির চেয় কম বেতন ছিল ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডের।
মেসির সমান বেতন হলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের মতো করে নেইমারের সঙ্গে চুক্তি করেনি পিএসজি। মেসির সঙ্গে পিএসজির চুক্তি, মৌসুম শেষে সমঝোতার ভিত্তিতে বেতন বাড়ানো হবে। কিন্তু নেইমারের চুক্তিতে এটা উল্লেখ নেই। বরং মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে টাকার অঙ্ক কমতে পারে তার।
মেসি প্রথম মৌসুমে যে ৩ কোটি ইউরো বেতন পাবেন, এর মধ্যে যুক্ত আছে 'পিএসজি ফ্যান টোকেন' এর ১০ লাখ ইউরো। এটি পিএসজির ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েনের মতো)। টোকেন কেনা সমর্থকরা একটা অ্যাপের মাধ্যমে ক্লাবের বেশ কিছু ব্যাপারে মতামত রাখতে পারবেন। এখান থেকে পিএসজির আড়াই-তিন কোটি ইউরো আয় হতে পারে।