প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে লা লিগা খেলবেন জিদান মিয়া
ইংল্যান্ডে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া। এবার আরও বড় পরিসরে খেলার সুযোগ মিললো তার। প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে লা লিগা খেলার সুযোগ হয়েছে ২০ বছল বয়সী জিদান মিয়ার।
তার সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন করেছে লা লিগার দল রায়ো ভায়োকানো। দুই মাসের ট্রায়াল শেষে দলটিতে খেলার সুযোগ পেয়েছেন জিদান মিয়া। এই বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে অ্যান্থেম স্পোর্টস।
ভায়োকানেতে নাম লেখালেও এই মৌসুমে তাকে মূল দলে খেলানো হবে না। এর জন্য অপেক্ষায় থাকতে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যামের একাডেমিতে ফুটবলের হাতখড়ি হওয়া জিদানকে। পাশাপাশি নিজেকে প্রমাণ করতে হবে মূল দলে জায়গা করে নিতে। আপাতত দলের সঙ্গে রেখে জিদান মিয়ার পরিচর্যা করবে রায়ো ভায়োকানো।
জিদান মিয়ার সঙ্গে রায়ো ভায়োকানোর চুক্তির বিষয়টি জানিয়ে অ্যান্থেম স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমিতে জিতান দুই মাস ছিলেন। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে। ট্রায়াল থেকে নির্বাচিত হয়। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।'
এ নিয়ে জেনোভা স্পোর্টস লিখেছে, 'বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়ার সঙ্গে রায়ো ভায়োকানোর চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিল। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছে।'
বেকহ্যামের একাডেমিতে ফুটবলের যাত্রা শুরু করা জিদান মিয়া বেশ কয়েকটি ক্লাব ও কয়েকটি দেশের যুব দলের হয়ে খেলেছেন। ইংলিশ ক্লাব ব্রমলি এফসি, এফসি ডালাসসহ ইংল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন যুব দলে খেলেছেন জিদান মিয়া।