প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না তামিম-মুমিনুলদের
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকাল ৩ টা ২৫ মিনিটে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুমিনুল হক, তামিম ইকবালরা।
জাতীয় দলের কোয়ারেন্টিনের নীতি কী হবে, তা নিয়ে মঙ্গলবার দুপর পর্যন্তও সংশয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তা কেটে গেছে। করোনা পরিস্থিতি ভালো না হলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না ক্রিকেটারদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিমান বন্দরে থেকে ক্রিকেটাররা সবাই নিজেদের বাড়িতে গেছেন।
দলের সঙ্গে দেশে আসার কথা ছিল না প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। শ্রীলঙ্কা থেকেই দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার ছুটি বাতিল করেছে বিসিবি। দলের সঙ্গে প্রোটিয়া এই কোচও দেশে ফিরেছেন।
প্রায় প্রতি মাসেই কোয়ারেন্টিন করতে হচ্ছে ক্রিকেটারদের। নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এর মধ্যে সাতদিন ছিল পুরো রুম কোয়ারেন্টিন। শ্রীলঙ্কা সফরে ৭ দিনের কোয়ারেন্টিন করতে হয় তামিম-মুশফিকদের। এবার দেশে ফিরেও কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাদের।
হোম কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে গত ২ মে থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা লঙ্কানদের। সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি। জানা গেছে, ২৩ মে থেকে শুরু হতে পারে সিরিজটি। সব কটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।