প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে নারী ক্রিকেট
ছেলেদের ক্রিকেট মাঠে ফিরেছে কয়েক মাস হলো। ঘরোয়া দুটি টুর্নামেন্টের পর বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরেছে। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করার পর টেস্ট খেলার অপেক্ষা মুমিনুর-মুশফিকরা। তবে মেয়েদের ক্রিকেট ফিরতে আরও সময় লাগছে। আগামী এপ্রিলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে নারী ক্রিকেট।
আগামী মার্চের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। এপ্রিলে বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সোমবার এক বিবৃতিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ মার্চ ঢাকা পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার নারী দলটি। সেদিনই তাদের নিয়ে যাওয়া হবে সিলেটে। করানো হবে প্রথম করোনা পরীক্ষা। তিন দিনের কোয়ারেন্টিনের শেষ দিনে হবে দ্বিতীয় পরীক্ষা। এরপর থেকে অনুশীলন শুরু করতে পারবে দলটি।
সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চতুর্থ ওয়ানডের পরদিন সফরকারী দলের সবার তৃতীয় করোনা পরীক্ষা হবে। পাঁচ ম্যাচের সিরিজ শেষে আগামী ১৪ এপ্রিল দেশের উদ্দেশে রওনা দেবে প্রোটিয়া ইমার্জিং নারী দলটি।