মেসিকে কিভাবে থামাতে হয় জানেন না ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং!
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। দুই দলেই রয়েছেন বেশকিছু বিখ্যাত খেলোয়াড়, তাই শনিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ফুটবলভক্তরা। কিন্তু আর্জেন্টিনা দলে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, যার অপ্রতিরোধ্য গতিকে থামানো যেকোনো ফুটবলারের জন্য দুঃস্বপ্ন! তাহলে মেসিকে আটকাতে বিশেষ কী ব্যবস্থা নিয়েছে লুই ফন গালের দল?
এ বিষয়ে মুখ খুলেছেন একসময় মেসির বার্সা সতীর্থ, ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। বার্সা তারকা বলছেন, মেসির সঙ্গে দুটি মৌসুম বার্সায় খেলার বাইরে তার সম্পর্কে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে নেই। তিনি আসলে জানেনই না মেসিকে কিভাবে থামাতে হবে!
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডি ইয়ং বলেন, "বেশ, আমি তাকে জানি ঠিকই; কিন্তু সর্বকালের সেরা একজন খেলোয়াড়কে কিভাবে থামাতে হয় তা আমি জানিনা। গত ১৫ বছর ধরে ফুটবল মাঠে নিজের অসামান্য দক্ষতা দেখিয়ে চলেছে সে, তাই তাকে থামানোর জন্য কোনো একক উপায় নেই। সাধারণত, অনুশীলনের সময়ও সে ব্যবধান গড়ে দেয়। আমরা একে অপরের সাথে ম্যাসেজে কথা বলিনি এখনও, আর সেরকম কোনো পরিকল্পনাও আমার নেই। তার চেয়ে বরং শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়) মাঠেই দেখা হবে আমাদের।"
শুধুমাত্র একজন মেসিই যে ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন তা মাথায় রেখেই নেদারল্যান্ডস দল বিশ্বাস করে যে, আর্জেন্টিনার এই শক্তিশালী অস্ত্রের কোনো একটি দুর্বলতার সুযোগ নিয়েই তারা পার্থক্য গড়তে পারবেন।
এদিকে ডাচ কোচ লুই ফল গালের ভাষ্যে, "মেসি সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সৃজনশীল একজন খেলোয়াড়। সে নিজে গোল করার পাশাপাশি ম্যাচে অনেক ব্যবধান গড়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যখন আর্জেন্টিনার পায়ে বল থাকে না, তখন মেসিরও তেমন কিছু করার থাকে না; আর আমাদের এই সুযোগটাই নিতে।"
সূত্র: গোল