বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
আলোক ঝলমলে মঞ্চ প্রস্তুতই ছিল। বর্ণিল সাজে সেজে ওঠা বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত হয়েই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে পারতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনার তেমনই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে সেটা সম্ভব হয়নি। ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
৬টা ৫০ মিনিটে বাজানো হয় জাতীয় সঙ্গীত। ৭টা থেকে দলে দলে মাঠে ঢুকতে শুরু করেন অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা। ৭টা ৩২ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশের অলিম্পিক খ্যাত দেশের সবেচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 'অনেক সমস্যার মধ্যেও যারা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আয়োজনে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালে নবম বাংলাদেশ গেমস আয়োজন হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত করা হয়। যদিও এখন আবার সংক্রমণ বেড়ে গেছে। আমি আশা করব আপনারা খেলোয়াড়দের স্বাস্থ্য সচেতনায় বাড়তি নজর রাখবেন এবং খেলাগুলো ভালোভাবে গড়ানোর বিষয়টি নিশ্চিত করবেন। আপনাদের এ আয়োজন সফল হোক, সুন্দর হোক, এটাই আমি কামনা করি।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'আশা করব এই গেমসের মাধ্যমে অনেক ক্রীড়াবিদ নিজেদের পারদর্শীতা দেখাতে পারবেন। পাশাপাশি নিজেদের প্রস্তুত করবেন যেন আগামীতে আমরা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারি। আমরা ভবিষ্যতে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সেই সাথে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০' এর শুভ উদ্ধোধন ঘোষণা করলাম।'
১ এপ্রিল শুরু হয়ে আগামী ১০ এপ্রিল শেষ হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। ১০ দিনব্যাপী এই আসরে ৯ জেলার ২৯টি ভেন্যুতে অনুষ্ঠেয় এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আসরের মোট পদকসংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে স্বর্ণপদক সংখ্যা ৩৭৮টি।
বুধবার বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় তার সমাধিস্থল থেকে বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করেন বিওএ'র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। এরআগে ক্রীড়াবিদদের পক্ষে শপথ পাঠ করান দেশসেরা আর্চার রোমান সানা।
সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শকের সুরক্ষায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সীমিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।