বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজের শিরোপা পায়নি পাকিস্তান!
বিশ্বকাপ-পরবর্তী প্রথম টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারাতে তেমন বেগ পেতে হয়নি পাকিস্তানের। কিন্তু ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও কোনো ট্রফি পায়নি বাবর আজমরা।
না, কোনো কূটনৈতিক জটিলতা বা বিদ্বেষের জন্য ঘটেনি এই ঘটনা।
সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে, জৈব বলয়ে অবস্থান না করা বোর্ড সভাপতির অপারগতার জন্যই ট্রফি-বঞ্চিত হয়েছেন বাবররা।
বিসিবির এক মুখপাত্র জানান, বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরকেও। কিন্তু বোর্ড সভাপতিসহ অন্যান্য অতিথিরা জৈব বলয়ে অবস্থান না করায় খেলোয়াড়দের সামনে যেতে দেওয়া হয়নি তাদের। যে কারণে আর শিরোপায় হাত রাখা হয়নি বাবরদের।
তবে, এই ট্রফি একেবারেই যে পাচ্ছে না পাকিস্তান, না নয়। বিসিবি জানিয়েছে, টেস্ট সিরিজ শেষ হলে দুই সিরিজের ট্রফি একবারে তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
আগামীকাল শুক্রবার চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ঢাকায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।