তারুণ্যের উৎসবে শহীদদের স্মরণ, বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুধু খেলার মঞ্চই নয়, তারুণ্যের উৎসবেরও প্রতীক হতে যাচ্ছে। প্রথমবারের মতো টুর্নামেন্টে যুক্ত হয়েছে মাসকট, যার নাম 'ডানা ৩৬'। রোববার রাজধানীর একটি হোটেলে 'নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ২০২৫'- এর ঘোষণামঞ্চে এই মাসকট উন্মোচন করা হয়।
শান্তি, স্বাধীনতা, তারুণ্য এবং সীমাহীন সম্ভাবনার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে বিপিএলের মাসকট 'ডানা ৩৬'। এর দুই ডানায় থাকা ৩৬টি রঙিন পালক স্মরণ করিয়ে দেয় ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের গৌরবময় স্মৃতি। আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
অনুষ্ঠান ও পরিকল্পনার বৈচিত্র্য
প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা, ক্রিকেটার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের বিপিএলে থাকবে থিম সং, ই-টিকিট ব্যবস্থা, পরিবেশবান্ধব জিরো ওয়েস্ট জোন এবং বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির দর্শকরা চাইলে জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন।
বিসিবি সভাপতি জানান, বিপিএলের আয়োজন ঢাকার গণ্ডি পেরিয়ে চট্টগ্রাম ও সিলেটে ছড়িয়ে যাবে, যেখানে অনুষ্ঠিত হবে কনসার্ট ও ভিন্নধর্মী বিনোদনমূলক আয়োজন।
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নানা কার্যক্রম
বিপিএলের পাশাপাশি 'তারুণ্যের উৎসব' আয়োজনের মাধ্যমে থানা ও জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট ছাড়াও ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবেশবান্ধব কার্যক্রম আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিপিএল দিয়ে শুরু হবে এই উৎসবের যাত্রা, যা শেষ হবে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিলে।
তরুণদের অনুপ্রেরণা 'ডানা ৩৬'
মাসকট 'ডানা ৩৬' শুধু একটি প্রতীক নয়; বরং স্বাধীনতা, মুক্তি ও তারুণ্যের প্রতিশ্রুতির এক নতুন অধ্যায়ের সূচনা। আয়োজকরা আশা করছেন, বিপিএল এবং তারুণ্যের উৎসবের মাধ্যমে সারা দেশে এই বার্তা পৌঁছে যাবে। তারুণ্যের উৎসবের স্লোগান রাখা হয়েছে, 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'।