বাছাইপর্বে শারমিনের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানে হারাল বাংলাদেশ
২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে সময়টা দারুণ কাটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। এরমধ্যে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণ চাঙা দল। তারই ধারাবাহিকতা দেখা গেলো মাঠে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে শতক হাঁকিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। তার সেঞ্চুরির সুবাদে যুক্তরাষ্ট্রের মেয়েদের ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলাদেশ নারী দল।
বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে সুপ্তার ১৩০ রানে ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩২৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে 'বি' গ্রুপের ম্যাচে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২২ রান করে বাংলাদেশ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুরশিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তার জুটি দারুণভাবে এগিয়ে নেয় বাংলাদেশকে। ৫৬ বলে ৪৭ রানের ইনিংস খেলে মুরশিদার বিদায়ের পর অধিনায়ক নিগার সুলতানাও খেলেন ২৬ বলে ৩৩ রানের ইনিংস। এরপর শারমিনের সঙ্গে ফারজানা হক। ৬৭ রান করে ফারজানার বিদায়ের পর ১৪১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলে ইনিংস শেষ করে আসেন শারমিন।
বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই মাঠে রুমানাও ৭৫ রান করেন।
শারমিনের নিজের আগের সর্বোচ্চ ছিল ৭৪। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে ইনিংসটি খেলেছিলেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
৩২৩ রান তাড়া করতে নেমে ৩০ ওভার ৩ তিন খেলে মাত্র ৫৩ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ইনিংসে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ ৪৫ বল খেলে করেছেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। আর ২৭ বলে ১৬ রান করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্কোরার টারা নরিস।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ১০ রান খরচায় ২ উইকেট নেন সালমা খাতুন। ফাহিমা মাত্র ২.৩ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর ১১ রান খরচে রুমানাও নেন ২ উইকেট।