টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে ২০ অক্টোবর। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নিউজল্যান্ড। কেবল নারী ক্রিকেটেই নয়, দেশটির ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্ব শিরোপা এটা।
আসর শেষে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। এই একাদশে জায়গা হয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের দুজন করে ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা থেকে তিন জন ক্রিকেটার আছেন একাদশে। এ ছাড়া ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে একজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে।
আগের আসরগুলোর মতো এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও পরের তিন ম্যাচে হেরে যায় তারা। দল না পারলেও ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২ রান করেন ডানহাতি এই ব্যাটার। একাদশে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাকে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: লরা ওলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রিত কৌর (ভারত), ডিয়ান্দ্রা ডোটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)।
দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউজিল্যান্ড)।