বায়ার্ন-বার্সা ম্যাচে থাকতে পারবেন না কোনো দর্শক
চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তারা জানিয়েছে, বার্সা-বায়ার্নের ম্যাচে কোনো দর্শক থাকতে পারবে না। জার্মানির বাভারিয়া রাজ্যে কোভিডজনিত বিধিনিষেধের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসছে বুধবার (৮ ডিসেম্বর) অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মান ক্লাবটির মুখোমুখি হবে 'ই' গ্রুপে দ্বিতীয় অবস্থানে থাকা বার্সা।
বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানায়, "বায়ার্ন মিউনিখ বনাম এফসি বার্সেলোনার খেলাটি হবে রুদ্ধদ্বার মাঠে। গত কয়েক সপ্তাহ ধরে জার্মানির বাভারিয়া অঞ্চলে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় মাঠে দর্শক প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
শুধু বার্সার ম্যাচই নয়, আগামী ৭ ডিসেম্বর আরবি লিপজিগের মাঠে ম্যানচেস্টার সিটি বনাম লিপজিগ ম্যাচটিও অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বারের ভেতরে। জার্মানির স্যাক্সনি রাজ্যে গত মাস থেকে আংশিক লকডাউন শুরু হওয়ার ফলে এই সিদ্ধান্ত আসে।
জার্মানিতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গেল বৃহস্পতিবার নতুন করে ক্রীড়া সংক্রান্ত বিধিনিষেধ জারি করে জার্মান সরকার। নতুন নিয়মে বুন্দেসলিগার ম্যাচগুলোতে শুধুমাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ পাবেন এবং একদিনে সর্বোচ্চ ১৫,০০০ দর্শক মাঠে খেলা দেখতে পারবেন।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় চতুর্থ তরঙ্গের আশঙ্কা করছে জার্মান প্রশাসন। এর ফলে হাসপাতালগুলোর আইসিইউতে চাপ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। রবার্ট কচ ইনস্টিটিউট সূত্রে জানা যায়, শুক্রবার জার্মানিতে নতুন করে ৭৪,৩৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৯০ জন।
এরই মধ্যে গত সপ্তাহে দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে নতুন ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত দুজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়।
এদিকে এক বিবৃতিতে ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, বুন্দেসলিগায় তাদের মাইনজ ৫ এর সাথে ম্যাচ (১১ ডিসেম্বর) এবং ভিএফএল উলফসবুর্গের সাথে ম্যাচটিতেও (১৭ ডিসেম্বর) দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না।
বায়ার্ন মিউনিখ বোর্ডের সদস্য জ্যান দ্রিসেন বলেন, "অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খালি মাঠে খেলা চালিয়ে নেওয়াটা খুব কঠিন। দর্শক ব্যতীত ফুটবলের অর্ধেক সৌন্দর্য্যই কমে যায়, আর্থিক ক্ষতির কথা আর নাই বললাম। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে।"
সূত্র: রয়টার্স