বিশ্বকাপ ফাইনাল পাতানোর প্রমাণ আইসিসিকে দিতে চান লঙ্কান ক্রীড়ামন্ত্রী
২০১১ বিশ্বকাপ ফাইনালটি ভারতের কাছে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। যার সঙ্গে জড়িত ছিল বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে এমন অভিযোগ করার পর ৯ বছর আগের ফাইনাল নিয়ে তদন্ত শুরু হয় দেশটিতে।
জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভা, সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকাকে। কিন্তু তদন্তে পাতানো ম্যাচের কোনো আলামত পায়নি লঙ্কান পুলিশ।
তথ্য প্রমাণ না পাওয়ায় তদন্ত শেষ করেছে লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘটনায় তদন্ত করার কোনো যৌক্তিকতা পায়নি। কিন্তু অভিযোগ তোলা শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ভারতের কাছে শ্রীলঙ্কার ফাইনাল বিক্রির প্রমাণ দিতে প্রস্তুত আছেন তিনি।
কেবল প্রমাণ দেওয়াই নয়, নতুন আরেকটি অভিযোগ করেছেন মহিন্দানন্দ আলুথগামাগে। তার অভিযোগ প্রচুর টাকার বিনিময়ে তদন্ত প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে।
সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা, ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই তদন্ত প্রক্রিয়া অপ্রয়োজনীয় মনে হয়েছে লঙ্কান পুলিশের কাছে। কারণ, সামনে এগোনোর মতো একটি তথ্যও পায়নি তারা। যে কারণে গত শুক্রবার তদন্ত প্রক্রিয়া শেষ করে।
তদন্ত প্রক্রিয়া শেষ করার ঘোষণার পরদিনই আলুথগামাগে অভিযোগ করে বলেন, বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে। যে কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও আইসিসিকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি। এমনকি নিজেও প্রমাণ দিতে প্রস্তুত আছেন বলে জানান আলুথগামাগে।
শ্রীলঙ্কার পুলিশ তদন্ত করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন ২০১১ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা আলুথগামাগে। তিনি বলেছেন, 'তদন্ত বন্ধ করার জন্য প্রচুর টাকা ঢেলেছে ক্ষমতাবান ব্যক্তিরা। এ কারণে তদন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ।'