বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একাধিক নতুন মুখ, মিথুন-নাঈম বাদ
অনেকদিন থেকে আলোচনায় থাকা কেন্দ্রীয় চুক্তি অবশেষে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এই চুক্তি চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছরের চুক্তির বাইরে থাকা সাকিব আল হাসান ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে। ফেরানো হয়েছে দারুণ ছন্দে থাকা ডানহাতি পেসার তাসকিন আহমেদকে।
গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা মোহাম্মদ মিথুন বাদ পড়েছেন। শেষবার সব ফরম্যাটের চুক্তিতে রাখা হলেও এবার ডানহাতি এই ব্যাটসম্যানকে কোনো ফরম্যাটেই বিবেচনা করা হয়নি। মিথুন ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। গতবার লাল বলের চুক্তিতে ছিলেন তিনি।
গতবার ১৭ জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলেও এবার ৭ জন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে বেশ কয়েকজন নতুন মুখের। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, সাইফ হাসান ও শেখ মেহেদী হাসানের।
প্রথমবার চুক্তিতে জায়গা পাওয়া শরিফুল তিন ফরম্যাটেই আছেন। টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা হয়েছে নুরুল হাসান সোহানের। গতবারের চুক্তির বাইরে থাকা রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের এবারও জায়গা হয়নি।
তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা হয়েছে পাঁচজন ক্রিকেটারের। তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় সংক্ষিপ্ততম এই ফরম্যাটের চুক্তিতে নেই তামিম ইকবাল, তাকে টেস্ট ও ওয়ানডের চুক্তিতে রাখা হয়েছে। মাহমুদউল্লাহ আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে।
গত বছরের চুক্তিতে প্রথমবারের মতো লাল ও সাদা বলের আলাদা চুক্তি করে বিসিবি। এবার তিন ফরম্যাটেই আলাদা করে চুক্তি করেছে দেশের ক্রিকেটর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু টেস্টের চুক্তিতে আছেন ছয়জন ক্রিকেটার।
তারা হলেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান ও ইবাদত হোসেন চৌধুরি। শুধু টি-টোয়েন্টিতে আছেন সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন। এবার রাখা হয়নি রুকি ক্যাটাগরি।
চুক্তিতে জায়গা হয়েছে যাদের:
তিন ফরম্যাটে আছেন যারা: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডেতে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে: মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।
শুধু টেস্টে: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, এবাদত হোসেন।
শুধু টি-টোয়েন্টিতে: সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।
বাদ পড়েছেন যারা: মোহাম্মদ মিথুন ও নাঈম হাসান।