বৃষ্টির দাপটে জবুথবু মিরপুর টেস্ট
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের শুরুর দিন থেকে দাপট দেখিয়ে আসছে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বল মাঠে গড়ানোই এখন দায়। একটি বল মাঠে না গড়িয়েই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বেলা দুইটার দিকে ঘোষণা দেওয়া হয়। চতুর্থদিন দিন আধা ঘণ্টা এগিয়ে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়, ৯৮ ওভারের খেলা অনুষ্ঠিত হবে।
রোববার রাতভর বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা বিবেচনায় দুই দলকে হোটেলে থাকার পরামর্শ দিয়েছিলেন আম্পায়াররা। এদিন মাঠে আসেননি দুই দলের কোনো ক্রিকেটার। জানানো হয়েছিল, তিনটার দিকে পরিত্যক্তের ঘোষণা দেওয়া হবে। কিন্তু বৃষ্টি না থামায় বেলা দুইটায় ঘোষণা দিয়ে দেওয়া হয়।
প্রথম দিন থেকেই হানা দিয়ে যাচ্ছে বৃষ্টি। সঙ্গে ছিল আলোক স্বল্পতাও। তবু সেদিন ৫৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। কিন্তু দ্বিতীয় দিন মাত্র ৬.২ ওভার খেলেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। আর তৃতীয় দিনে এমন অবস্থা যে, মাঠেই যাওয়ার উপায় নেই।
দ্বিতীয় দিন দফায় দফায় মাঠ প্রস্তুত করেও খেলা শুরু করা যায়নি। মাঠ প্রস্তুত করার শেষ সময়ে আবারও হানা দিয়েছে বৃষ্টি। অবশেষে ১২টা ৫০ মিনিটে মাঠে গড়ায় খেলা। যদিও তা বেশি সময় চলেনি। বৃষ্টিতে ১টা ২০ মিনিটে যে খেলা বন্ধ হয়, আর শুরুই করা যায়নি। মাঝে ৬.২ ওভারে ২৭ রান তোলে পাকিস্তান।
ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। প্রথম সেশনে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর আর উইকেটের দেখা মেলেনি। মেঘলা দিনেও সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের পেসাররা। নখদন্তহীন বোলিং করেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আজহারও। ৬৩.২ ওভারে ১৮৮ রান তুলে মাঠ ছাড়েন দুজন। পাকিস্তান অধিনায়ক বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।