মাঝপথে ফিরবেন সাইফউদ্দিন, আশায় রাজশাহী
প্রথম ডাকেই সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। কিন্তু সেরা অস্ত্রকে ছাড়াই খেলে যেতে হচ্ছে রাজশাহীকে। কবে ফিরবেন এই অলরাউন্ডার, সেটাও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। তবে রাজশাহীর আশা টুর্নামেন্টের মাঝপথে সাইফউদ্দিনকে দলে পাওয়া যাবে।
গত ২২ নভেম্বর রাজশাহীর অনুশীলনে চোট পান সাইফউদ্দিন। গা গরমের ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান তিনি। টুর্নামেন্ট থেকেই তিনি ছিটকে যান কিনা, তখন এমন শঙ্কা জেগেছিল। তবে পুনর্বাসনে তরুণ এই অলরাউন্ডার উন্নতি করায় তাকে দ্রুতই পাওয়ার আশায় নাজমুল হোসেন শান্তর দল।
সাইফউদ্দিনকে নিয়ে রাজশাহীর ম্যানেজার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেছেন, 'পুনর্বাসনে ভালো করছে সাইফউদ্দিন। বিসিবির পুনর্বাসনের প্রটোকল মেনে, ফিজিও ও ট্রেইনারের পরামর্শ অনুযায়ী তার পুনর্বাসন হচ্ছে। যেভাবে তার উন্নতি হচ্ছে, তাতে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তার ফেরার সম্ভাবনা রয়েছে। তবে বিসিবির ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরই কেবল সে খেলতে পারবে।'
রাজশাহী দলে নেই 'এ' গ্রেডের কোনো ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের দলে নেওয়ার সুযোগ পায়নি দলটি। করোনাভাইরাসে আক্রান্ত থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে আগ্রহ দেখায়নি তারা। রাজশাহী প্রথম ডাকে দলে ভেড়ায় সাইফউদ্দিনকে। যাকে নিয়ে বড় পরিকল্পনা, সেই সাইফউদ্দিনকে ছাড়াই কেরতে হচ্ছে রাজশাহীকে।
অবশ্য সাইফউদ্দিনকে ছাড়াও রাজশাহী বেশ ছন্দময় ক্রিকেট খেলছে। জয়ে শুরু করা দলটি তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। চার পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল।