মেসির জোড়া গোলে পিএসজির জয়, ম্যান সিটি-রিয়ালের গোল উৎসব
প্রথমার্ধে লড়াই হলো সামনে সমান। লাইপজিগের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে এগিয়ে যায় লাইপজিগ। কিন্তু এরপরই জ্বলে ওঠেন লিওনেল মেসি। জোড়া গোল করে পিএসজিকে দারুণ এক জয় উপহার দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। মেসির জোড়া গোলের আগে ফরাসি ক্লাবটির হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। লাইপজিগের পক্ষে গোল করেন আন্দ্রে সিলভা ও নর্দি মুইকিয়েলে।
বল দখলে এগিয়ে থেকে পিএসজি জয় পেলেও আক্রমণ বেশি সাজিয়েছে লাইপজিগ। ৬৫ শতাংশ সময় বল পায়ে রাখা পিএসজি গোলমুখে শট নেয় ১২টি, এর মধ্যে ৪টি ছিল লক্ষে। লাইপজিগের নেওয়া ১৮টি শটের ৪টি ছিল লক্ষ্যে।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ব্রুজকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। শাখতার দোনেস্ককে ৫-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
হতাশার রাত কেটেছে এসি মিলানের। পোর্তোর বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে তারা। তবে জয় পেয়েছে আরেক ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। শেরিফকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
কষ্টের জয় পেয়েছে লিভারপুল। মোহাম্মদ সালাহদের দল ৩-২ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। স্পোর্টিং লিজবন ৪-১ গোলে হারিয়েছে বেসিকতাসকে। এ ছাড়া ৪-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে আয়াক্স।