মেয়েদের জন্যও আইপিএল চান ভারতীয় অধিনায়ক
মেয়েদের জন্যও আইপিএল আয়োজনের দাবি জানিয়েছেন ভারতীয় নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বল্প ব্যবধানে একটি টি-টোয়েন্টি ম্যাচ হারার পর এ মন্তব্য করেন এই প্রমিলা ক্রিকেটার।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাহলিয়া ম্যাকগ্রার অপরাজিত ৪২ রানের ওপর ভর করে এ ম্যাচে চার উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, অস্ট্রেলিয়া দলের সাফল্যের পেছনে উইমেন্স বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) অবদান রয়েছে বলে মন্তব্য করেন হারমানপ্রীত। আইপিএলে কারণে ভারতীয় পুরুষ দলের যে ক্রমবর্ধমান বিকাশ হচ্ছে, তার সঙ্গে অস্ট্রেলিয়ার তুলনা করেন তিনি।
হারমানপ্রীত বলেন, 'আজকে তাহলিয়া ম্যাকগ্রা যেভাবে ব্যাট করেছেন, সেটা দেখলেই আমরা বুঝতে পারি ডব্লিউবিবিএলের মতো টুর্নামেন্ট থেকে তারা কেমন আত্মবিশ্বাস পাচ্ছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট তেমন খেলেননি; কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামার আগে অনেক প্রতিযোগিতামূলক ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন।'
'যখন থেকে (পুরুষদের দল) আইপিএলের মতো একটি প্ল্যাটফর্ম পেয়েছে, তখন থেকেই তরুণ প্রতিভারা আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা মতো পরিপক্বতা দেখাতে শুরু করেছেন। কেননা (আন্তর্জাতিক স্তরে খেলার আগে) তাদের নামের পাশে ৪০-৫০টা আইপিএল ম্যাচ থাকে, যেগুলোয় তারা খুব ভালো ক্রিকেট খেলেছেন, ম্যাচও জিতিয়েছেন,' যোগ করেন তিনি।
হারমানপ্রীত বলেন, 'আমি মনে করি, এই জায়গাতেই পিছিয়ে আছি আমরা। যদি আমরা এ ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে ভালো পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাই, তাহলে অবশ্যই দল হিসেবে উন্নতি করব।'
রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
-
সূত্র: রয়টার্স