আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে দল পেতে নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। কিন্তু দল পাননি কেউ-ই। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে নাম ওঠে কেবল মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। এ দুজনকে নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অবস্থানের কারণেই কেউ দল পাননি বলে মনে করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
স্থানীয় এই প্রবীণ কোচের মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল ও ক্রিকেটারদের পারফরম্যান্সই দল না পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। বুধবার মিরপুরে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।'
আইপিএল দীর্ঘ টুর্নামেন্ট, দুই মাস ধরে চলে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি। লম্বা সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয় না বলে বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে সেভাবে সুযোগ পান না বলে মনে করা হয়। যদিও এবার ইতিবাচকভাবেই দেখা হয়েছে বিষয়টি। নিলামে নাম দেওয়া বেশিরভাগ ক্রিকেটারদেরই দুই সপ্তাহের জন্য অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা ছিল বিসিবির।
যোগ্য হলে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাবেন বলে মন্তব্য করেন নাজমুল আবেদীন। ভবিষ্যতে ক্রিকেটারদের আসরটিতে খেলার সুযোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, 'জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।'
বাংলাদেশের কেউ আইপিএলে দল না পেলেও টুর্নামেন্টটির আগামী আসরে আফগানিস্তানের ৮ জন ক্রিকেটারকে দেখা যাবে। দেশটির উদাহরণ টেনে নাজমুল আবেদীন বলেন, 'আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব।'