মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনায় আক্রান্ত
প্রিমিয়ার লিগ ফুটবলে তিন দিন পরই বড় ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আগামী ২৫ জুন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা তাদের। এমন সময়ে বড় দুঃসংবাদ শুনতে হলো ঐতিহ্যবাহী ক্লাবটিকে।
মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেন ও ফুটবলার, বল বয়সহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই দিনে করোনা পরীক্ষা করানোদের মধ্যে থেকে ১৭ জনের ফল পজিটিভ এসেছে। এর মধ্যে আছেন ১২ জন ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক ও ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স।
ক্লাবটির অস্ট্রেলিয়ান কোচ শন লেন গুলশানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। ফুটবলাররা ক্লাবে আইসোলোশনে আছেন। আক্রান্ত হলেও কারও শরীরে তেমন কোনো লক্ষণ নেই বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসের ছোবলে দিশেহারা হয়ে ওঠা মোহামেডান আগামী ২৫ জুন আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলতে চায় না। ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি পাঠিয়েছে ক্লাবটি।
এ নিয়ে আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, 'আমাদের কোচ, খেলোয়াড়, বল বয়সহ ১৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আমরা ২৫ জুনের ম্যাচটি খেলতে পারব না। ইতোমধ্যে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। আমাদের খেলাগুলো যেন দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, সেই আবেদন করেছি। সবাই সুস্থ হলে মাঠে নামা যাবে।'