রামোসের চুক্তি বাতিল করে দিতে পারে পিএসজি
রিয়াল মাদ্রিদ ছেড়ে বিনামূল্যে পিএসজিতে যোগ দেওয়ার প্রায় চার মাস হয়ে গেলেও প্যারিসিয়ানদের হয়ে এখনও অভিষেক হয়নি সার্জিও রামোসের। ইনজুরি যেন পিছুই ছাড়ছে না এই বর্ষীয়ান ডিফেন্ডারের।
ইনজুরির ধকল কাটিয়ে উঠতে না পারা রামোসকে এবার শুনতে হচ্ছে আরেক বাজে সংবাদ। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, পিএসজি এখন এই ৩৫ বছর বয়সীর চুক্তি বাতিল করে দেওয়ার চিন্তাও করছে।
গত ৫ মে'র পর থেকে আর মাঠে দেখা যায়নি রামোসকে। সাবেক মাদ্রিদ অধিনায়কের সর্বশেষ আনুষ্ঠানিক ম্যাচটি ছিল রিয়াল ও চেলসির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ, যে ম্যাচে ০-২ ব্যবধানে হেরেছিল রামোসের দল রিয়াল।
ফরাসি দৈনিক লে প্যারিসিয়ান জানিয়েছে, খেলোয়াড়ের চুক্তি বাতিল করে দেওয়াটা এখন আর কোনো ঘৃণ্য কাজ হিসেবে বিবেচনা করে না পিএসজি।
তবে চুক্তি বাতিল করতে চাইলে রামোসের সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে পিএসজিকে, কেননা এই সেন্টার-ব্যাকের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৩ সাল পর্যন্ত।
আনুষ্ঠানিকভাবে এখনও রামোসের ব্যাপারে কোনো কটুবাক্য উচ্চারণ করেনি পিএসজি কর্তৃপক্ষ। বরং এই বর্ষীয়ান ডিফেন্ডারকে নিয়ে একরকম আশাবাদই ব্যক্ত করেছে তারা।
গত শুক্রবার ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, "আমরা জানি রামোস একটি ইনজুরির মধ্য দিয়ে যাচ্ছে।
"স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এটা নিয়ে খেলছে। আমরা সবাই জানতাম তার একটি সমস্যা আছে। আমরা জানি এখানে কী হচ্ছে।"
স্প্যানিশ সংবাদমাধ্যমের উপর দোষ চাপানোর চেষ্টা করলেও ফরাসি সংবাদমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না পিএসজি। রামোসকে নিয়ে হাসিঠাট্টা করেই যাচ্ছে প্যারিসের পত্রিকাগুলো। ফরাসি পত্রিকা লেকিপ সম্প্রতি রামোসকে নিয়ে একটি ছোট মকুমেন্টারিও নির্মাণ করেছে।
সূত্র: মার্কা।