রুবেল-শরিফুলের ব্যতিক্রমী আলাপন
পাহাড়ের কোলঘেষে সবুজ গালিচা। নিউজিল্যান্ডের কুইন্সটাউনের এই নয়নাভিরাম মাঠেই অনুশীলন চলছে বাংলাদেশ দলের। এই মাঠের এক পাশে বসে রুবেল হোসেন ও শরিফুল ইসলাম। বিসিবির পাঠানো ভিডিও দেখে মনে হতে পারে বাংলাদেশের দুই পেসার অনুশীলনের ফাঁকে গল্প করছেন। প্রশ্ন পাল্টা প্রশ্ন দেখে অবশ্য কিছুক্ষণ পরই বোঝা যাবে, এটা গল্প নয়। এদিন রুবেল-শরিফুল একে অপরের সাক্ষাৎকার নিয়েছেন। আলোচনা করেছেন সিরিজের বিভিন্ন দিক নিয়ে। তাদের সেই আলোচনা তুলে ধরা হলো।
শরিফুল ইসলাম: নিউজিল্যান্ডে কেমন লাগছে?
রুবেল হোসেন: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকে। কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে পরিকল্পনা অনুযায়ী, আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে।
শরিফুল: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অভিজ্ঞতা আপনার আছে। দর্শকরা আপনার কাছে অনেক কিছু আশা করে। আপনি কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?
রুবেল: অবশ্যই, কারণ আমি সব সময়ই চেষ্টা করি। সামনে আমি যদি সুযোগ পাই আমি আমার শতভাগ দেব। আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য। দলের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নটা খুব ভালোভাবে করতে হবে। এটাই আর কী। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
শরিফুল: নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জেতিনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারব? আপনার কতটুকু আত্মবিশ্বাস?
রুবেল: ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে দল আছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী উইকেটে গিয়ে সুন্দরভাবে মানিয়ে নিতে পারি, ভালো হবে। দলের তো অবশ্যই একটা পরিকল্পনা থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে।
রুবেল: অনুশীলন কেমন চলছে?
শরিফুল: আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে।
রুবেল: নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম সফর।
শরিফুল: উইকেট অনেক ভালো মনে হচ্ছে। স্পোর্টিং উইকেট। বাইরে বল দিলে ব্যাটসম্যান মারবে। শুধু লাইন ও লেংন্থ ঠিক করে বল করতে হবে।
রুবেল: তোমার প্রস্তুতি কেমন নিচ্ছো? নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক শক্তিশালী দল, তো তোমার প্রস্তুতি কেমন?
শরিফুল: প্রস্তুতি ভালোই আছে আল্লাহর রহমতে। ওদের দেশে, ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের পরিকল্পনায় থাকার।
রুবেল: তোমার স্টক ডেলিভারি কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছো?
শরিফুল: হ্যাঁ, স্টক বলে মনোযোগ দিচ্ছি। আমার শক্তিশালী ডেলিভারি স্টাম্প টু স্টাম্প, সাথে হালকা সুইং।
রুবেল: ঠিক আছে, তোমার জন্য শুভ কামনা।