লকডাউনে বাংলাদেশে আটকা পাঁচ প্রোটিয়া নারী ক্রিকেটার
বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সাত দিনের লকডাউন দিয়েছে সরকার। এ কারণে এক ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল।
এরপরও দলের পাঁচ ক্রিকেটার দেশে ফিরতে পারেননি। দলের বাকি সদস্যরা যখন দেশের পথে, পাঁচ ক্রিকেটার তখন ঢাকার একটি হোটেলে আইসোলেশনে। বাংলাদেশ ছাড়ার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। শেষ ম্যাচটি বাতিল হওয়ায় সিলেটেই করোনা পরীক্ষা করে রওনা দেয় প্রোটিয়া নারী দলটি। সোমবার এক ফ্লাইটেই ঢাকায় ফেরে দুই দল। ফেরার পর পাঁচ জনের করোনা শনাক্ত হওয়ার খবর আসে।
২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে বাংলাদেশের আকাশপথও বন্ধ থাকবে। এরআগে করোনা নেগেটিভ হলেও ঢাকা ছাড়ার উপায় নেই দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারদের। এই পাঁচ জন ছাড়া দলের বাকিরা মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা ছাড়ে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ২৮ মার্চ বাংলাদেশে আসে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। মঙ্গলবার শেষ ম্যাচটি খেলে বুধবার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু লকডাউনের কারণে শেষ ম্যাচ না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
বাংলাদেশ সফরে সময়টা ভালো যায়নি প্রোটিয়া নারী ইমার্জিং দলের। চার ম্যাচের সবকটিতেই হার মানে তারা। যদিও বাংলাদেশের ভালো খেলার পেছনে লুকিয়ে অন্য কারণ। ইমার্জিং দল বলা হলেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হয়েছিল। খেলেছেন সালমা, রুমানা, নিগার, লতাদের মতো ক্রিকেটাররা।