লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৯ বাংলাদেশি, নেই সাকিব-তামিম
এই বছরের শেষ দিকে মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আসরটিকে সামনে রেখে প্লেয়ার্ড ড্রাফট চূড়ান্ত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সারা বিশ্বের ৬৯৯ খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে থেকে ২২৫ জন খেলোয়াড়ের নাম সুপারিশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এর মধ্যে আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ শেখ মেহেদী হাসান, সোহাগ গাজী, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও এবাদত হোসেনের নাম আছে ড্রাফটে। তবে সাকিব আল হাসান ও তামিম ইকবাল ড্রাফটে নাম দেননি।
সোমবার বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আসরটির প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন আন্দ্রে রাসেল, ডেভিড মালান, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, শহীদ আফ্রিদি, শোয়েব মালিকের মতো তারকারা। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। একটি দল সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড়কে নিতে পারবে এবং স্কোয়াড হবে ২০ জনের।
লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিদেশি খেলোয়াড়রা দ্য হান্ড্রেড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় পিছিয়ে দেওয়া হয় আসরটি। আগামী ৫ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দলের এই টুর্নামেন্ট।
প্লেয়ার ড্রাফটে বিদেশি ক্রিকেটার
বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, সোহাগ গাজী, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, দিনেশ রামদিন, রস্টন চেজ, জনসন চার্লস, কেমার রোচ, শাই হোপ, কাইরন পাওয়েল, রাকিম কর্নওয়াল, ফিডেল এডওয়ার্ডস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান অ্যালেন, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, জেরোমে টেলর, কার্লোস ব্রাথওয়েট, শিমরন হেটমায়ার ও আলজারি জোসেফ।
পাকিস্তান: আনোয়ার আলী, মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ ইরফান, আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, ইমাম-উল-হক, উমর আকমল, কামরান আকমল, সরফরাজ আহমেদ, জুনাইদ খান, উসমান শিনওয়ারি, হারিস সোহেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, হাসান আলী ও ওয়াহাব রিয়াজ।
দক্ষিণ আফ্রিকা: বিয়র্ন ফরটুইন, রিচার্ড লেভি, ওয়েন পারনেল, ডুয়ানে অলিভিয়ের, ইমরান তাহির, ফাফ ডু প্লেসি, রাসি ফন ডার ডাসেন ও মরনে মরকেল।
ভারত: ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও বিনয় কুমার।
অস্ট্রেলিয়া: জেমস ফকনার ও ক্রিস লিন।
ইংল্যান্ড: লরি ইভান্স, লুক রাইট, লিয়াম প্লাঙ্কেট, ড্যান লরেন্স, সামিট প্যাটেল, স্টিভেন ফিন, ডেভিড মালান, আদিল রশিদ, স্যাম বিলিংস, ওলি রবিনসন ও রবি বোপারা।
নিউজিল্যান্ড: মিচেল ম্যাকক্লেনাগান ও নিল ব্রুম।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।