শিরোপার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সব অপেক্ষা শেষ। শিরোপার লড়াই শুরু হতে বাকি আর কয়েক মিনিট। এমন ম্যাচে টস ভাগ্য বাংলাদেশ যুবাদের পক্ষে এসেছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী।
যুব বিশ্বকাপের গত পাঁচ ফাইনালের মধ্যে পরে ব্যাট করা দল চারবারই চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এ পরিসংখ্যানটি মাথায় রেখেই হয়তো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এ সিদ্ধান্ত নিয়েছে।
উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ। একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে যুবারা। স্পিনার হাসান মুরাদের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে পেসার অভিষেক দাসকে।
ভারত দলে কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে যুব বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নরা।
যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটা বাংলাদেশে পঞ্চম ম্যাচ। যুবাদের এই আসরে এর আগে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। চার ম্যাচে ভারত তিনটি ও একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ।
যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে দ্বিতীয় সাক্ষাতে জয় পেয়েছিল বাংলাদেশ। ২০০২ সালের যুব বিশ্বকাপের পর ভারতের বিপেক্ষ আর কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ।
বাংলাদেশ যুব একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।
ভারত যুব একাদশ: যশস্বী জাইসওয়াল, দিব্যনাশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গার্গ, ধ্রুব জুরেল, সিদ্দেশ বীর, আথর্ভ অঙ্কোলেকার, রবি বিশোনি, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।