সবার আগে বিশ্বকাপের টিকেট কাটল জার্মানি
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে জার্মানি। একের পর এক আক্রমণ সাজাতে থাকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু নর্থ মেসিডোনিয়ার রক্ষণভাগ গুঁড়িয়ে জালের ঠিকানা পাচ্ছিল না তারা। প্রতিপক্ষের রক্ষণভাগের সঙ্গে বাধা হয়ে উঠেছিল গোলপোস্টও। যদিও দ্বিতীয়ার্ধে কোনো বাধাই আর আটকে রাখতে পারেনি জার্মানিকে। দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে সবার আগে কাতার বিশ্বকাপের টিকেট কাটল তারা।
সোমবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপ অঞ্চলের ম্যাচে মেসিডোনিয়ার মাঠে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে জার্মানি। দলের হয়ে জোড়া গোল করেন টিমো ভেরনার। একটি করে গোল করেন কাই হাভের্টজ ও জামাল মুসিয়ালা।
ম্যাচে জার্মানির বিপক্ষে দাঁড়াতেই পারেনি মেসিডোনিয়া। টানা আক্রমণে তাদেরকে দিশেহারা করে তোলে জার্মানি। ম্যাচে ৭৫ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন ভেরনার-হাভের্টজরা। জার্মানি গোলমুখে শট নেয় ২৪টি, মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ২৫ শতাংশ সময় বল দখলে রাখা মেসিডোনিয়ার নেওয়া ৭টি শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।
বিশ্বকাপের মূল পর্বের টিকেট কাটার লক্ষ্যের পাশাপাশি এই ম্যাচটি প্রতিশোধেরও ছিল জার্মানির। গত মার্চে মেসিডোনিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। এবার ঘরের মাঠের মেসিডোনিয়াকেই হতাশায় ডোবাল ফুটবলের শক্তিধর এই দেশটি।
৫০তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। সের্গে জিনাব্রির থ্রু বল খুঁজে পায় মুলারকে। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে বায়ার্ন মিউনিখ তারকা বল বাড়ান পাশে থাকা হাভের্টজকে। ফাঁকা জাল পেয়ে সহজেই গোল আদায় করে নেন চেলসির এই মিডফিল্ডার।
৭০ থেকে ৭৩; তিন মিনিটের দুটি গোল করেন ভেরনার। মুলারের দারুণ ফ্লিক ডি-বক্সে পেয়ে জোরালো শটে প্রথম গোলটি করেন তিনি। পরের গোলটি ছিল অসাধারণ। ফ্লোরিয়ান ভিরৎজের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান চেলসির ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভেরনারের বদলি হিসেবে নামা মুসিয়ালা।