সাকিব-মুস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে সিদ্ধান্ত বুধবার
করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। বাকি থাকা ২৯টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরে খেলার সুযোগ তৈরি হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের।
আবেদন করলে এই দুই ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); এটা আগেই জানিয়ে রেখেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। রোবাবার তিনি জানালেন, দুই ক্রিকেটারই অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন। তাদের আইপিএল খেলার অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী এক সেপ্টেম্বর, বুধবার।
আকরাম খান বলেন, 'মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগে আবেদন করেছে। সাকিব গতকাল আবেদন করেছে অনাপত্তিপত্রের জন্য। আমরা এক সেপ্টেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।'
সাকিব-মুস্তাফিজকে যে অনুমতি দেওয়া হবে, সেটা বোঝা গেছে আকরাম খানের কথাতে। তিনি বলেন, 'এটা তো আমাদের জন্য অনেক ভালো সুযোগ যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো একটি টুর্নামেন্টে খেলবে, যেটা অনেক উঁচু মানের। সেখানে যদি ভালো পারফর্ম করে, বিশ্বকাপে কাজে দেবে। ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলব। বোর্ড অনাপত্তিপত্রের ব্যাপারে ইতিবাচক আছে।'
আগামী অক্টোবরে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ অক্টোবর শুরু হবে আসরটি। প্রস্তুতির কথা চিন্তা করে দলের দুই ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দিতে চায় বিসিবি।
আইপিএল খেলার সুযোগ থাকলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলা হবে না সাকিবের। আসরটি ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় এই লিগে তার খেলা হচ্ছে না।
স্থগিত হওয়া আইপিএলে সাকিব খেলেছেন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ৩ ম্যাচ খেলা সাকিব ৩৮ রান ও ২টি উইকেট নেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজ ৭ ম্যাচে ৮ উইকেট নেন।