সৌদি মালিকানা বিতর্কের রেশে এবার পদত্যাগ করছেন প্রিমিয়ার লিগ চেয়ারম্যান
নিউক্যাসল ইউনাইটেডের নতুন মালিকানা নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিল প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলো। সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের দিকে আঙুল তুলে এই অধিগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলোও।
চারপাশের সমালোচনা ও ক্লাবগুলোর অসন্তুষ্টিকে কাঁধে নিয়ে এবার পদত্যাগই করতে চলেছেন প্রিমিয়ার লিগ চেয়ারম্যান গ্যারি হফম্যান। খবর দ্য গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যমের।
নিউক্যাসল-ব্যতীত প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলো অভিযোগ করেছে, নিউক্যাসেলের সৌদি অধিগ্রহণ নিয়ে আগে থেকে তাদেরকে ঠিকভাবে কিছুই জানায়নি লিগ কর্তৃপক্ষ। সৌদি আরবের রাষ্ট্রীয় অর্থ এই লিগে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার আগে এ ব্যাপারে ক্লাবগুলোর পরামর্শও নেয়নি লিগ কর্তৃপক্ষ।
ক্লাবগুলোর দাবি, গণমাধ্যমে এই অধিগ্রহণের খবর পাওয়ার পর লিগ কর্তৃপক্ষ তাদেরকে ইমেইলে এ ব্যাপারে জানিয়েছে।
এ ঘটনার পর এক অনানুষ্ঠানিক বৈঠকে ক্লাবগুলো প্রিমিয়ার লিগ চেয়ারম্যানের প্রতি অনাস্থা জ্ঞাপন করে। ক্লাবগুলোর চাপের মুখেই এবার পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন হফম্যান।
প্রিমিয়ার লিগ চেয়ারম্যান হিসেবে হফম্যান দায়িত্ব নিয়েছেন মাত্র ১৮ মাস আগে। পেশায় ব্যাংকার এই সংগঠক ফুটবলে স্মরণকালের সবচেয়ে অশান্ত সময়টিতেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
কোভিড সংকট থেকে শুরু করে বিগত ১৮ মাসে প্রিমিয়ার লিগ প্রধান হিসেবে তার মুখোমুখি হতে হয়েছে 'প্রজেক্ট বিগ পিকচার' ও 'ইউরোপিয়ান সুপার লিগ'-এর মতো দু দুটি সম্ভাব্য ক্যু'র।