১৬১ কোটি টাকায় বিসিবির টিভি সম্প্রচার স্বত্ব পেল ব্যানটেক
আড়াই বছরের (দুই বছর চার মাস) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিভি সম্প্রচার স্বত্ব কিনেছে দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যানটেক। আগামী ২৮ মাস আইসিসি'র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশের মাটির সব খেলা তারা সম্প্রচার করবে।
সব মিলিয়ে ৯টি হোম সিরিজের জন্য ১৬১ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্যে টিভি স্বত্ব কিনেছে ব্যানটেক। এই ৯টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
গত সোমবার উন্মুক্ত বিডিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যানটেক। সেখানে তারা ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ব্যানটেকই টিভি স্বত্ব পায়। মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি বিষয়টি জানায়। ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি।
সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। আমরা এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রি করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে। বিডিংয়ে একমাত্র ব্যানটেকই অংশ নিয়েছে। আর কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা প্রস্তাব পাইনি।'
ব্যানটেকের প্রধান নির্বাহী এ জি এম সাব্বির বলেন, 'আমরা আগামী দুই বছরে বিসিবিকে ১৬১ কোটি ৭৩ লাখ টাকা দিব। হোম সিরিজে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। হোম সিরিজের ভ্যালুটা সব সময় বেশি। আশা করি বিজ্ঞাপনদাতারা আগ্রহী হয়ে উঠবেন। কারণ ক্রিকেট আমাদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম।'
গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব ১৭ কোটি ৯৭ লাখ টাকায় কিনেছিল ব্যানটেক। বিডিংয়ে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও অবিশ্বাস্য মূল্যে সবাইকে ছাড়িয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় তারা।
করোনার মাঝে নির্দিষ্ট সিরিজ ধরে টিভি স্বত্ব বিক্রয় করছিল বিসিবি। এবার সেই পথে না হেঁটে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলো। যদিও গতবারের মতো এবারও ব্যানটেক এ স্বত্ব বিক্রয় করে দিচ্ছে। শ্রীলঙ্কা সিরিজ টি-স্পোর্টস ও গাজী টেলিভিশনে দেখা যাবে।
আইসিসির এফটিপি অনুযায়ী আগামী দুই বছরে বেশ কয়েকটি সিরিজ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ২০২২ সালের নভেম্বরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। এ ছাড়া ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত শ্রীলংকা দুইবার এবং নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশে সফর করার কথা।