২০৮ দিন পর মিরপুরে টস
সবই সাজানো গোছানো, হয়েছে পরিচর্যাও। কিন্তু দীর্ঘদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পড়ে ছিল বিরাণ বাড়ি হয়ে। যা ব্যস্ততা ছিল, সবটাই গ্রাউন্সম্যানদের। গত ১৯ জুলাই থেকে নিরবতা ভাঙতে শুরু হয় হোম অব ক্রিকেটের। একক অনুশীলনের পর ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় দলীয় অনুশীলনও। অবশেষে মিরপুরে অনুষ্ঠিত হলো টস।
মাসের হিসাবে প্রায় সাত মাস। দিনের হিসাব ২০৮ দিন। দীর্ঘ এই সময় পর মিরপুরে ক্রিকেটারদের নিয়ে টস করতে দেখা গেল আম্পায়ারকে। তিন দলের অংশগ্রহণের বিসিবি প্রেসিডেন্টস কাপ ১১ অক্টোবর মাঠে গড়িয়েছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়া দলের দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত বেলা একটার সময় টস করেন। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক। ম্যাচটি বেলা দেড়টায় শুরু হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করা হয়। তখন ঢাকা প্রিমিয়ার লিগ চলছিল। ১৬ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচ। যা ছিল মিরপুরে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ ম্যাচ। মিরপুর স্টেডয়ামে কোনো ম্যাচের সর্বশেষ টসও ওটাই।
দীর্ঘদিনের বিরতি শেষে মিরপুর স্টেডিয়ামে দেখা গেল চিরচেনা টসের দৃশ্য। ম্যাচ শুরুর আগে সাম্প্রতিক সময়ে ক্রিকেট ব্যক্তিত্বদের প্রয়াণ ও দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, রিশাদ হোসেন ও আল আমিন হোসেন (সুপার সাব)।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, এবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।