‘বোর্ড সভাপতির সঙ্গে মিটিংয়ের পর সাকিবের ব্যাপারে কথা বলব’
শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে গত মাসে আবেদন করেন সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করে বিসিবি। বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার হলেও এ নিয়ে তখন থেকেই আলোচনা। দেশের খেলা বাদ দিয়ে আইপিএলকে বেছে নেওয়ায় সাকিবকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সমালোচকদের তালিকায়।
বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এবার অবশ্য অভিযোগ সাকিবের। শ্রীলঙ্কা সফরে না যেতে আবেদন করে যে চিঠি পাঠানো হয়েছে, বিসিবি সেটার ভুল ব্যাখ্য দিয়েছে বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের দাবি, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান যে তার টেস্ট খেলতে না চাওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমে কথা বলেছেন, সেটা সত্য নয়।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির একটি ফেসবুক লাইভে সাকিব বলেছেন, টেস্ট খেলতে না চাওয়ার কথা চিঠিতে লেখেননি তিনি। আকরাম খান চিঠিটি না পড়েই এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন সাকিব। বিসিবির দায়িত্বপ্রাপ্ত যারা বলছেন সাকিব টেস্ট খেলতে চায়নি, তারা কেউ-ই চিঠিটি পড়েননি বলে বিশ্বাস বাংলাদেশ অলরাউন্ডারের।
সাকিবের এমন বিষ্ফোরক মন্তব্যের পর এ বিষয়ে আকরাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনই এ বিষয়ে প্রতিক্রিয়া দেবে না বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে প্রতিক্রিয়া দেবে বিসিবি।
আকরাম খান বলেন, 'এই বিষয়ে আজ আমরা কিছু বলব না। আমরা আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলব। একটি মিটিংয়ে এ নিয়ে কথা বলব। মিটিংয়ের পর আমরা এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলব। এরআগে এই বিষয়ে কিছুই বলতে চাই না।'
শনিবার রাতে সাকিব বলেন, 'শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েননি। এটা একদম বড় কথা। আমি চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।'
'আকরাম ভাই বারবার বলেছেন, আমি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েননি। আমি পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা থাকা উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করেন, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ে।' যোগ করেন সাকিব।