‘শচিনের অবসরের পর আইপিএল দেখি না’
ভারতীয় ক্রিকেটের প্রাণ ছিলেন তিনি। তার ব্যাট হাসলে হাসতো পুরো ভারত। দীর্ঘদিন ধরে ভারত দলের ব্যাটিং কান্ডারির ভূমিকা পালন করা শচিন টেন্ডুলকার অবসর নেওয়ার পর অনেকে ক্রিকেট খেলাই দেখা বাদ দিয়ে দিয়েছেন। এই তালিকার একজন ভারত জাতীয় নারী দলের ক্রিকেটার সুষমা ভার্মা।
লিটল মাস্টার অবসর নেওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখা বন্ধ করে দিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার। শচিনের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক ছিলেন সুষমা। বাদ দিতেন না একটি ম্যাচও। কিন্তু ভারতের ব্যাটিং জিনিয়াস অবসর নেওয়ায় ২০১৩ সালের পর থেকে আইপিএল দেখেন না বলে জানিয়েছেন সুষমা।
আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুষমা বলেছেন, 'আমি এখন আইপিএলের ম্যাচ তেমন দেখি না। শচিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় আমি নিয়মিত আইপিএল দেখতাম।' টেস্ট ক্রিকেট সবচেয়ে বেশি উপভোগ করেন বলে জানান তিনি।
ভারতীয় অনেক ক্রিকেট ভক্তের মতো সুষমার আদর্শও শচিন টেন্ডুলকার। ভারতের ব্যাটিং ঈশ্বরকে নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতি রোমন্থন করেন সুষমা। আইপিএলের ম্যাচ খেলতে শচিন ধর্মশালায় আসছেন শুনে উচ্ছ্বাসের শেষ ছিল না ভারতের হয়ে একটি টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের।
যদিও স্টেডিয়াম থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছিল সুষমাকে। সেই ম্যাচে শচিন খেলেননি। সুষমা বলেন, 'আমি শচিন টেন্ডুলকারের অনেক প্রশংসা করি। আইপিএলের ম্যাচ খেলতে ধর্মশালায় এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং আমি শচিনের খেলা দেখার আশায় ছিলাম। কিন্তু শচিন খেলতে নামেননি। ওই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিই, আইপিএল আর দেখব না।'
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ভক্ত দলে ফেরার চেষ্টায় থাকা সুষমা। কিংবদন্তি অধিনায়কের সঙ্গে সাক্ষাতের ঘটনার বর্ণনায় সুষমা বলেন, 'আমাদের পুরো দলের সঙ্গে একবার ধোনির দেখা হয়েছিল। আমি আমার পরিচয় দিয়ে জানাই, আমিও একজন উইকেটরক্ষক। এরপর তিনি আমাকে ভালোভাবে খেলে যাওয়ার পরামর্শ দেন। তার ব্যাটিং স্টাইল আমার দারুণ পছন্দ এবং সে একজন কিংবদন্তি ক্রিকেটার।'