পুলিশের ডিএসপি শাহিন আফ্রিদি, গ্রেপ্তার হতে প্রস্তুত পাকিস্তানি নেটিজেনরা!
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে তো সবাই চেনে। কিন্তু এবার নতুন এক পালক যুক্ত হলো এই পাকিস্তানি বাহাতি পেসারের অর্জনের মুকুটে। তিনি এখন খাইবার পাখতুন পুলিশের অনারারি ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি)।
আর শাহিন আফ্রিদির ডিএসপি হওয়ার খবরে উল্লাসে মেতেছেন পাকিস্তানি নেটিজেনরা, আরও বিশেষভাবে বলতে গেলে টুইটার ব্যবহারকারীরা। এমনকি পাকিস্তানি সুপারস্টার ক্রিকেটারের হাতে গ্রেপ্তার হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তারা!
এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহিন আফ্রিদিকে খাইবার পাখতুন পুলিশের অনারারি ডিএসপি এবং শুভেচ্ছা দূতের সম্মানে ভূষিত করা হয়। রোববার ইউনিফর্ম পরিহিত শাহিন আফ্রিদির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেপি পুলিশ।
পাকিস্তানি ফাস্ট বোলার জানিয়েছেন, এ সম্মাননা তার জন্য অত্যন্ত গৌরবের এবং দেশকে সুরক্ষিত রাখতে পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী যে পরিশ্রম করছে, সেজন্যে তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে শাহিন আফ্রিদি ডিএসপি হওয়ার পর টুইটারে ঝড় তুলেছে পাকিস্তানি নেটিজেনরা। আনন্দে উল্লাসিত নানা ধরনের পোস্ট এবং মিম তৈরি হয়েছে এই খবরকে কেন্দ্র করে। কেউ কেউ বলছেন, পুলিশ যদি হয় শাহিন আফ্রিদির মতো কেউ, তাহলে গ্রেপ্তার হতে আপত্তি নেই! আবার কেউ মন্তব্য করেছেন, পরেরবার যখন নিউজিল্যান্ড দল দেশে আসবে, তখন তাদের বাড়তি নিরাপত্তা দেবেন শহীদ আফ্রিদির মেয়ের জামাই।
এখানেই শেষ নয়, বিশ্বকাপে ক্যাচ মিস করায় তাকেই আসামী হিসেবে শাহিন আফ্রিদির হাতে তুলে দিতে বলেছেন অনেকে। আবার 'হাজারো মানুষের হৃদয় চুরি করা'র অপরাধে বাবর আজমকে যেন গ্রেপ্তার করেন শাহিন আফ্রিদি, এমন মন্তব্যও এসেছে!
অনুষ্ঠানে শাহিন আফ্রিদি ও তার বাবা একে অপরকে স্যালুটের মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন, সেই মুহূর্তের ভিডিও শেয়ার করতেও ভোলেননি নেটিজেনরা।
ধারণা করা হচ্ছে, শাহিন আফ্রিদির এই নতুন পদবী লাভ নিয়ে নেটিজেনদের উত্তেজনা চলতেই থাকবে। আর সেই সাথে ক্রিকেটারকে অভিনন্দন জানাতেও ভুলবেন না যেন!
সূত্র: ডন