মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনার পর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত
দল ভালো করছে না, নিজের ব্যাটেও নেই রান: এমন অবস্থায় প্রচন্ড সমালোচনার মুখে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মুমিনুল হক। একই অবস্থায় পড়ে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ দুর্দশায় কাটে বাংলাদেশের।
দলের মতো মাহমুদউল্লাহও ছিলেন বিবর্ণ। দুই ম্যাচে ৩৩ রান করেন তিনি। এই সিরিজের পরই টি-টোয়েন্টিতে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। আলোচনাটা আরও আগে থেকে হলেও এই সিরিজের পর তা অনেক পরিমাণে বেড়েছে। তবে এখনই তার অধিনায়কত্ব নিয়ে ভাবা হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ থেকে দল দেশে ফিরলে মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টি-টোয়েন্টি অধিনায়কত্বের প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, 'অধিনায়কত্বের বিষয়ে আজ (রবিবার) বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে, সেটা মনে হয় না। এখানেও দীর্ঘমেয়াদে ভাবতে হবে। যাই করি না কেন আমাদের আলাপ করে নিতে হবে। আমাদের দল এখনও আসেনি। আসার পর আলাপ আলোচনা করে দেখব।'
মাহমুদউল্লাহর অধিনায়কত্বে বিসিবি সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নের উত্তরে পরিষ্কার করে কিছু বলেননি বিসিব সভাপতি। নাজমুল হাসানের ভাষায়, 'এটা তো কঠিন প্রশ্ন। মমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে, কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে যাবে।'
রোববার বিসিবির বোর্ড সভা শেষে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয় নাজমুল হাসানকে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ অনুজ্জ্বল পারফর্মার কিনা, এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, 'অবশ্যই। সে আসুক। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে, তা কিন্তু নয়।'
সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশের সমস্যার কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, 'টি-টোয়েন্টিতে আমাদের অনেক সমস্যা থাকলেও প্রথম সমস্যা পাওয়ার হিটিং। আমাদের জন্য এটা একটা বড় বিষয়। দেখেন টি-টোয়েন্টি আমরা যে উইকেটে খেলেছি, সেই উইকেটেই কিন্তু ওয়ানডে খেলেছি। ওয়ানডে জিতলাম অথচ টি-টোয়েন্টিতে দাঁড়াতে পারিনি। পার্থক্য যদি দেখতে যান একটা পাওয়া যাবে, পাওয়ার হিটিং।'