হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াইয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক
প্রথম দুই ওয়ানডে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। তৃতীয় ওয়ানডেটি স্বাগতিকদের কাছে নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তবে বাংলাদেশের কাছে এই ম্যাচটির গুরুত্ব যেন আরও বেড়েছে, লড়াইটি যে হোয়াইটওয়াশ থেকে বাঁচার।
জিম্বাবুয়ে সফরে টস হার নিয়তি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে আগের পাঁচ ম্যাচে টস হারে বাংলাদেশ। এই ম্যাচেও টসভাগ্য বিপক্ষে গেছে। হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবালের দল।
তেমন কিছু জেতার নেই জেনেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এ দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন হোসেন।
গোড়ালিতে চোট থাকায় দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে এবাদতের। বাংলাদেশের ১৩৯তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে অভিষেক হয়েছে ডানহাতি এই পেসারের।
সিরিজ জিতে নির্ভার হয়ে যাওয়া জিম্বাবুয়ে তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। একাদশে নেই এই সিরিজে অধিনায়কত্ব করা রেজিস চাকাভা। তার জায়গায় খেলছেন অভিষিক্ত ক্লাইভ মাডান্ডে। এই ম্যাচে অধিনায়কত্ব করছেন ব্যাট হাতে স্বপ্নের ফর্মে থাকা সিকান্দার রাজা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: টাডিওয়ানশে মারুমানি, টাকুডওয়ানশে কাইটানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাডান্ডে, টনি মুনইয়োঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি ও টানাকা শিভাঙ্গা।