এক বছর পর শীর্ষে ফিরলেন সাকিব, লম্বা লাফ কোহলি-হাসারাঙ্গার
এশিয়া কাপটা ভালো যায়নি আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীর। বিশেষ করেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন নবী। এই সুযোগে প্রায় এক বছর পর শীর্ষস্থানে ফিরলেন সাকিব আল হাসান।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ কর হয়েছে। ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। ২৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নবী। গত বুধবার পর্যন্তও ২৫৬ রেটিং পয়েন্ট শীর্ষে ছিলেন নবী।
এশিয়া কাপে নবী ও সাকিবের কেউই উজ্জ্বল পারফরম্যান্স করতে পারেননি। এশিয়া কাপে পাঁচ ম্যাচে মাত্র ১৬ রান করেন নবী, উইকেট নেন ৩টি। সাকিব দুই ম্যাচে ৩৫ রান করার পাশাপাশি নেন ১ উইকেট।
এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৫ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ২৭৬ রান করেন তিনি। এই পারফরম্যান্সে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছেন কোহলি।
শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ে বড় অবদান রাখেন ভানিন্দু হাসারাঙ্গা। ৬৬ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ এগিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। ফাইনালে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলা লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসের ৩৪ ধাপ উন্নতি হয়েছে। ৩৪তম স্থানে আছেন তিনি।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। ২৮১ রান করা পাকিস্তানের এই ওপেনারের রেটিং পয়েন্ট ৮১০। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি ভুবেনশ্বর কুমারের। ১১ উইকেট নেয়া ভারতের ডানহাতি এই পেসার ৪ ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজেরও উন্নতি হয়েছে। ৯ ধাপ এগিয়ে হারিস ২৫ নম্বরে এবং ৭ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন নওয়াজ। ৭৯২ রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন অজি পেসার জশ হ্যাজেলউড।