‘থাইল্যান্ডের সঙ্গে দাপট দেখিয়েই জেতা উচিত’
থাইল্যান্ডের বিপক্ষে হতাশার স্মৃতি আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শক্তিতে এগিয়ে থাকলেও থাইল্যান্ডের মেয়েরা চমক দেখিয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। বাছাই পর্বের মঞ্চেই এবার হিসাবটা চুকিয়ে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমি-ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে নিগার সুলতানা জ্যোতির দল।
কদিন পরই ঘরের মাঠে থাইল্যান্ডের বিপক্ষে দেখা হলো বাংলাদেশের। বাছাই পর্বের শেষ চারে লড়াই হলেও টি-টোয়েন্টি ফরমাটের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। থাইল্যান্ডের মেয়েদের ৮২ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয়।
চ্যাম্পিয়নের মতোই শুরু করে বাংলাদেশের অধিনায়ক নিগার জানালেন, থাইল্যান্ডকে দাপুটের সাথেই হারানো উচিত। তিনি বলেন, 'থাইল্যান্ডের সঙ্গে আমাদের দাপট দেখিয়েই জেতা উচিত।' প্রত্যাশিত জয়ে দারুণ শুরু। তৃপ্তির ঢেকুরই তুলছেন নিগার, 'একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। পুরো টুর্নামেন্টে আপনি কী করতে যাচ্ছেন, সেটা প্রথম ম্যাচেই বোঝা যায়। দলও আত্মবিশ্বাস অনুভব করে।'
৮৩ রানের লক্ষ্য হলেও বাংলাদেশের ব্যাটিং বলছিল ভিন্ন কিছু। মনে হচ্ছিল বড় কোনো লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছে ঘরের মাঠের দলটি। বিশেষ করে শামীমা সুলতানা ছিলেন মারকুটে মেজাজে। ৩০ বলে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশের ডানহাতি এই ওপেনার চারই মেরেছেন ১০টি। অর্থাৎ, ৪৯ রানের মধ্যে বাউন্ডারি থেকেই ৪০ রান তুলেছেন তিনি।
ম্যাচের পর এমন ব্যাটিংয়ের কারণ জানালেন নিগার। তার ভাষায়, 'ব্যাটিং পাওয়ারপ্লে ব্যবহার করার পরিকল্পনাটা সব সময়ই থাকে। শামীমা আপু অসাধারণ ব্যাটিং করেছে। পাশাপাশি পিংকি খুব ভালো সাপোর্ট দিয়ে গেছে। আমরা কিন্তু এটাই চাই। আমরা যদি আগে ব্যাট করতাম, তাহলেও কিন্তু আমাদের এই ধাঁচেই ব্যাট করতে হতো। যখন আমরা ১০ ওভারে আশির কাছাকাছি রান করতে পারব, তখন বাকি ১০ ওভারে আমরা আরও ভালো সংগ্রহ পেতে পারি। পরের খেলাতে এটা আমাদের কাজে লাগবে।'
দারুণ ব্যাটিংয়ে বড় জয় তুলে নিলেও বাংলাদেশের জয়ের পথটা সহজ করেছেন মূলত বোলাররা। রুমানা ৩ ওভারের মধ্যেই একটি মেডেনসহ মাত্র ৯ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান নাহিদা, সানজিদা, সোহেলি। সালমা এক উইকেট নিলেও দারুণ ছিলেন, ৪ ওভারে তার খরচা ১৮ রান।
বোলারদের প্রশংসা করে নিগার বলেন, 'বোলাররা কিন্তু সব সময় ভালো করে। এটা আমাদের শক্তির জায়গা। ব্যাটাররাও পাশাপাশি খুব ভালো করছে দলের জন্য। আমরা তাদের একশ'র নিচে রাখতে চেয়েছিলাম। আমরা পাওয়ারপ্লেতে কোনো বাউন্ডারিই মারতে দেইনি তাদের। সেদিক থেকে বোলাররা দারুণ করেছে বলতেই হয়।'