অভিষেকেই বাংলাদেশের ফারিহার হ্যাটট্রিক
ঘরের মাঠ, প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল। এমন মঞ্চ পেয়ে অভিষেকটা কে না রাঙিয়ে রাখতে না চান! তবে বাংলাদেশের ফারিহা ইসলাম তৃষ্ণা নিশ্চয়ই এতোটা আশা করেননি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে টি-টোয়েন্টিতে স্বপ্নের অভিষেক হলো তার। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের বাঁহাতি এই মিডিয়াম পেসার।
এশিয়া কাপের ম্যাচে তার বোলিং তোপে দিশেহারা হয়ে উঠেছে মালয়েশিয়া। ইনিংসের ষষ্ঠ ওভারে টানা তিন বলে উইনিফ্রেড, মাস এলিসা ও মাহিরাহ ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামা ফারিহা।
বাংলাদেশের মাত্র দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ২০ বছর বয়সী এই বোলার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের এই রেকর্ডের খাতা খোলেন তিনি।
হ্যাটট্রিকে বাংলাদেশের দ্বিতীয় বোলার হলেও অভিষেক হ্যাটট্রিকে ফারিহাই প্রথম। বাংলাদেশের কোনো বোলার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি। অভিষেকে হ্যাটট্রিক বিশ্ব ক্রিকেটেই বিরল। প্রথম এই কীর্তি গড়েন অঞ্জলি চাঁদ। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ২.১ ওভারে কোনো রান না দিয়েই ৬ উইকেট নেন নেপালের এই স্পিনার।
ফারিহার স্বপ্নের অভিষেকের ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশও। মালয়েশিয়াকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ছে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। মুর্শিদা ও ম্যাচসেরা নিগারের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ফারিহা, ফাহিমা, সানজিদা ও রুমানার দারুণ বোলিংয়ে ১৮.৫ ওভারে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।