মুঠোয় থাকা ম্যাচ হেরে গেলো বাংলাদেশের মেয়েরা
বৃষ্টি বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যে লক্ষ্য দেয়, বৃষ্টি আইনে সেটা আরও কমে আসে। লক্ষ্য যা মেলে, তা সহজই ছিল। কিন্তু ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আত্মঘাতী সব শটে নিজেরাই জয়ের পথটা রোধ করে দেয় বাংলাদেশ। হাতের মুঠোয় থাকা এমন ম্যাচও হারা যায়, সেটা বাংলাদেশর মেয়েদের যেন বিশ্বাসই হচ্ছিল না। ম্যাচের পর শ্রীলঙ্কার শিবির যখন উল্লাসে উন্মত্ত, বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতারা জ্যোতি তখন নিষ্পলক তাকিয়ে। যেন ভাষা হারিয়ে ফেলেন তিনি।
মেয়েদের এশিয়া কাপে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টি আইনে ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। ঘরের মাঠের এই আসরে এটা বাংলাদেশের তৃতীয় হার। এই হারে শেষ চারে খেলার পথটা কঠিন হয়ে উঠলো সালমা-রুমানাদের। ৫ ম্যাচে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে স্বাগতিকরা। থাইল্যান্ডও ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচে জিতলে থাইল্যান্ডের সমান পয়েন্ট হবে বাংলাদেশের। তখন রান রেটের হিসাব করা হবে। ইতোমধ্যে থাইল্যান্ডের চেয়ে রান রেটে এগিয়ে বাংলাদেশ। আমিরাতকে হারাতে পারলেই মিলবে শেষ চারের টিকেট। তবে হারলে বিদায় নিতে হবে, শেষ চারে যাবে থাইল্যান্ড। চারটি করে জয়ে শেষ চার নিশ্চিত হয়ে গেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে লঙ্কান মেয়েরা। বৃষ্টির কারণে ২০ ওভার ব্যাটিং করতে পারেনি তারা। শ্রীলঙ্কা ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ তোলার পর বৃষ্টি শুরু হয়, বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি আইনে ৭ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ রান। কিন্তু ছোট এই লক্ষ্য পাড়ি দিতে নেমে একের পর এক বাজে শট খেলা বাংলাদেশ ৭ উইকেটে তোলে ৩৭ রান রান।
বাংলাদেশ ৪ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত ধারায় উইকেট হারিয়ে গেছে। কেউ-ই পারেননি চাপ সামলে দলকে সামনে এগিয়ে নিতে। তেড়েফুঁড়ে শট খেলতে গিয়ে বেশিরভাগ ব্যাটার নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। একমাত্র নিগার দুই অঙ্কের রান করেন, ডানহাতি এই ব্যাটার ১১ বলে ১২ রান করেন। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান রুমানা আহমেদের, তিনি করেন ৮ রান।
এ ছাড়া ফারজানা হক ৬, মুর্শিদা খাতুন ১, সোবানা মোস্তারী ১, রিতু মনি ৩ ফাহিমা খাতুন ১, সালমা খাতুন ২ ও জাহানারা আলম ০ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১১ রান, বাংলাদেশ তোলে ৭ রান। ম্যাচসেরার পুরস্কার জেতা শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার ইনোকা রানাবীরা জাদুকরী বোলিংয়ে ২ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নেন। একটি উইকেট নেন ওশাদি রানাসিংহে। বাংলাদেশের বাকি দুই ব্যাটার রান আউট হন।
এর আগে ব্যাটিং করা শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিলাকশি ডি সিলভা। ৩১ বলে ২ চারে ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া হারশিতা ১৮, হাসিনি পেরেরা ১১ ও কাভিশকা দিলহারি ১১ রান করেন। রুমানা আহমেদ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন।