ইনজুরি নিয়েও সেনেগালের বিশ্বকাপ দলে সাদিও মানে
কদিন আগেই নিজের ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার সাদিও মানে। ধারণা করা হচ্ছিলো, এই চোটের কারণে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে মানের। তবে বিশ্বকাপের মূল স্কোয়াডে মানেকে রেখেছেন সেনেগাল কোচ আলিউ সিসে।
সাদিও মানের চোট ভাবিয়ে তুলেছিল পুরো সেনেগালকেই। আফ্রিকার এই দেশটির সোনালি প্রজন্মের সবথেকে বড় স্বপ্ন সারথী যে তিনিই। মানের ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছিল ডান পায়ের ফিবুলা তে আঘাত পেয়েছেন তিনি। যেই আঘাতের ফলে সাধারণত ৪-৬ সপ্তাহ লাগে সেরে উঠতে, এদিকে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সেনেগালের প্রথম ম্যাচ আর মাত্র ১০ দিন এর মধ্যেই।
সেই হিসেবেই কিনা মানের বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু তাকে দলে রেখেই ২৬ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগাল কোচ আলিউ সিসে। তবে সিসের এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে দুইটি কারণ, যার প্রথমটি হল মানের চোট শুরুতে যতোটা গুরুতর ভাবা হয়েছিল, সেটি ততটা গুরুতর নয়।
দ্বিতীয় কারণটিই হতে পারে মূল কারণ, সেনেগাল এবার তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় তাদের নক-আউট পর্বে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেবল মাত্র নেদারল্যান্ডস ব্যতীত বাকি দুই দল স্বাগতিক কাতার এবং ইকুয়েডর ধারে-ভারে সেনেগাল থেকে অনেক পিছিয়ে। টুর্নামেন্টের শুরুর দিকে মানেকে না পেলেও যেন নক-আউট রাউন্ডে তাকে পাওয়া যায় সেটি ভেবেই হয়তো স্কোয়াডে রাখা হয়েছে তাকে।
সাদিও মানে ছাড়াও সেনেগাল দলে আছেন এডুয়ার্ড মেন্ডি, কালিদু কুলিবালি এবং ইসমালিয়া সার এর মতো তারকারা। এবারের বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই কাতারের বিমানে উঠবে সেনেগাল দল।