কোহলিদের বিপক্ষে প্রথম টেস্টে সাকিবকে নিয়ে শঙ্কা
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দুদিন আগে তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কা জাগে। পেস আক্রমণের সেরা এই অস্ত্র নিজেই জানান অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত প্রথম টেস্ট থেকে ছিটকেই গেছেন ডানহাতি এই পেসার। এবার আরও বড় চিন্তা ভর করলো বাংলাদেশ শিবিরে। প্রথম টেস্ট খেলা নিয়ে শঙ্কা আছে অধিনায়ক সাকিব আল হাসানেরও। তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।
ভারতের বিপক্ষে তিন ওয়ানডেই খেলেছেন সাকিব। নতুন কোনো চোটের কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে, এমনও নয়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বলে পিঠে আঘাত পান সাকিব। সেই আঘাতের কারণেই অধিনায়কের খেলা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।
১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচের আগেরদিন ভেন্যুতে অনুশীলন ছিল বাংলাদেশের। দলের সঙ্গে মাঠে আসেন সাকিবও। কিন্তু সবাই যখন অনুশীলনে ব্যস্ত, সাকিব হাসপাতালের পথে। অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে যান আঘাতপ্রাপ্ত জায়গার অবস্থা বুঝতে। ৩০ মিনিটের মধ্যেই আবার মাঠে ফেরেন সাকিব।
দ্বিতীয় ওয়ানডেতে পিঠে বল লাগার পর সাকিবের পিঠে এক্স-রে করানো হয়, তবে তখন কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু টেস্ট ম্যাচ খেলতে হবে, পাঁচ দিন ধরে খেলার ব্যাপার। সেই ধকল নিতে পারা এবং পেশিতে কোনো সমস্যা আছে কিনা, তা নিয়ে নিশ্চিত হতে হাসপাতালে নেওয়া হয় সাকিবকে। এদিনও প্রাথমিকভাবে গুরুতর কোনো চোটের আলামত পাওয়া যায়নি। তবে রিপোর্ট আসার পর পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
মঙ্গলবার সবার আগে মাঠে আসেন সাকিব। যদিও কোনো ব্যাটিং-বোলিং করেননি বাংলাদেশ অধিনায়ক। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীকে নিয়ে চলে যান হাসপাতালে। হাসপাতাল থেকে ফিরে দলের অনুশীলনের পর নেটে সময় কাটান সাকিব। অস্বস্তি ছাড়াই নেটে ২০ মিনিটের মতো ব্যাটিং করেন বাঁহাতি এই অলরাউন্ডার। অস্বস্তি না থাকলেও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সাকিবকে পর্যবেক্ষণে রাখা হবে।
শঙ্কা থাকলেও সাকিবকে পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। পর্যবেক্ষণে রেখে সাকিবের জন্য আজ বিকাল পর্যন্ত অপেক্ষা করা হবে। রিপোর্ট দেখে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সাকিবকে নিয়ে রাসেল ডমিঙ্গো বলেছেন, 'সাকিবকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। সে ব্যাটিং করেছে আজ, অস্বস্তি ছিল না। বিকেলে রিপোর্ট আসার পর আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।'
সোমবারও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন সাকিব। যদিও সেদিন ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি তাকে। ৭ ডিসেম্বর উমরান মালিকের বাউন্সারে সাকিবের পিঠে আঘাত পাওয়া জায়গায় কালো দাগ পড়ে গেছে। অনুশীলনে ব্যথাও অনুভব করেন। এ কারণেই পরীক্ষা-নিরীক্ষা করতে সাকিবকে হাসপাতালে নেওয়া হয়।