মুমিনুলের ফেরার ম্যাচে আত্মাহুতির মিছিল, অল্পতেই শেষ বাংলাদেশ
দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু প্রথম উইকেট পড়তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অবস্থা। সেখান থেকে হাল ধরলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুল হক। এই জুটিতে মিললো স্বস্তি। কিন্তু সাকিব ফিরতেই আবারও এলোমেলো অবস্থা। এর মাঝে কেবল লড়াই করতে পারলেন টেস্ট দলে ফেরা মুমিনুল। বাকিরা কেউই তেমন কিছু করতে পারলেন না, বাংলাদেশের ইনিংস থেমে গেল অল্প রানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে গেছে। ভাঙনের সুরের মাঝেই ১৫৭ বলে ১২টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ৮৪ রান করেন মুমিনুল। দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান ১২ ইনিংস পর হাফ সেঞ্চুরি করলেন, দুই অঙ্কের রানই করলেন ৯ ইনিংস পর।
বাকি ব্যাটসম্যানদের বেশিরভাগই নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন, যেন সবাই আত্মাহুতির মিশনে নেমেছিলেন। জাকির, সাকিব, লিটনদের আউটের ধরন ছিল টেস্টবিরুদ্ধ। শান্ত ২৪, জাকির ১৫, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫ ও মিরাজ ১৫ রান করেন। ভারদের পেসার উমেশ যাদব ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট পান ১২ বছর পর টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাত।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে পরে ব্যাটিংয়ে নামে ভারত, এদিন তারা ৮ ওভার ব্যাটিং করেছে। দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমান গিল ১৯ রান তুলে দিনের খেলা শেষ করেন। লোকেশ ৩ ও শুভমান ১৩ রানে অপরাজিত আছেন। সফরকারীরা ২০৮ রানে পিছিয়ে আছে। এদিন আরও কিছু রান যোগ হতে পারতো ভারতের স্কোরকার্ডে, তবে আলো স্বল্পতার কারণে ৬ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।
লাঞ্চ থেকে ফিরেই সাকিবের আত্মাহুতি
ভালো শুরুর পর দ্রুত দুই উইকেট হারানো চাপ কাটিয়ে উঠেছিলেন সাকিব আল হাসান ও মুমিনুল হক। টেস্ট দলের বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু বিরতি থেকে ফিরেই দিক হারালেন সাকিব। বাজে শটে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
বিরতির পর ভারতীয় পেসার উমেশ যাদবের প্রথম বলেই আউট হন সাকিব। তুলে মারতে গিয়ে মিড অফে চেতেশ্বর পূজারার হাতে ধরা পড়েন ৩৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করা বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মুমিনুল ও মুশফিকুর রহিম। মুমিনুল ২৯ ও মুশফিক ৮ রানে ব্যাটিং করছেন। ৩৬ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।
চার বলে দুই উইকেট হারানোর পর মুমিনুল-সাকিবের প্রতিরোধ
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই প্রথম ঘণ্টা পার করে দেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই অবশ্য বিপদ আসে। চার বলের ব্যবধানে এ দুজনই ফিরে যান, দিক হারায় বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এরপরও অবশ্য ইনিংস অনেকটাই গুছিয়ে নিয়েছে বাংলাদেশ। বর্তমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুলের ব্যাট দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে প্রথম সেশন শেষ করেছে তারা।
২৮ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান। ওয়ানডে মেজাজে শুরু করলেও সাকিব থিতু হয়েছেন টেস্টের ব্যাটিং করেই। বাংলাদেশ অধিনায়ক ৩৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান অপরাজিত আছেন। কোহলিদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক মুমিনুল ৩৯ বলে ৪টি চারে ২৩ রানে অপরাজিত আছেন।
১৫তম ওভারে গিয়ে হয় ছন্দপতন। চরম হতাশা জাগিয়ে সাজঘরে ফেরেন জাকির হাসান। ভারতীয় পেসার জয়দেব উনাদকাতের কিছুটা লাফিয়ে ওঠা বলে অদ্ভুতভাবে আউট হন বাঁহাতি এই তরুণ ব্যাটসম্যান। জাকির কোনো শটও খেলেননি আবার ডিফেন্সও করেননি। বল তার গ্লাভসে লেগে বল জমা হয় চতুর্থ স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের হাতে।
প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার আগেই বিপদ বাড়ে বাংলাদেশের। পরের ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন শান্ত। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের লেংন্থ ডেলিভারি শেষ মুহূর্তে পা দিয়ে ব্লক করেন বাঁহাতি এই ওপেনার। তুমুল আবেদন আম্পায়ার হাত তোলেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শান্ত।