এক ধাপ এগিয়ে লিটনের আরেক ইতিহাস
আইসিসি টেস্ট ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে এগারোতম স্থানে উঠে এসেছেন লিটন দাস। টেস্টে এটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ অবস্থান। লিটন অবশ্য ভেঙ্গেছেন নিজেরই রেকর্ড। এর আগে বারোতম স্থানে ছিলেন তিনি।
এগারোতম স্থানে উঠে আসার মধ্যে দিয়ে লিটন টপকে গেলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের। লিটনের পয়েন্ট এখন ৭০২। দশম স্থানে থাকা নিউজিল্যান্ডের ডেরিল মিচেলের চেয়ে যা ১৪ পয়েন্ট কম।
মিরপুরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের পর বারোতম স্থানে উঠে আসেন লিটন। এর আগেও একবার এই অবস্থানে ছিলেন তিনি। গত বছর জুনে লিটনের পয়েন্ট ছিলো ৭২৪, যা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের অর্জন করা সর্বোচ্চ পয়েন্ট।
সেরা দশে স্থান পেতে অবশ্য লিটনকে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে। কারণ সামনে বেশ কিছুদিন বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। তাই পয়েন্ট বাড়ানো কিংবা অবস্থান আগানো সম্ভব নয় লিটনের জন্য।
টেস্ট র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান, মার্নাস লাবুশেন, তার পয়েন্ত ৯২৫। দ্বিতীয় স্থানে আছেন আরেক অস্ট্রেলিয়ান, স্টিভেন স্মিথ। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন তৃতীয় স্থানে।