ফরচুন বরিশালের পরিকল্পনায় পরিবর্তন, সাকিবই অধিনায়ক
চমক নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ খেলতে নামে ফরচুন বরিশাল। সাকিব আল হাসান একাদশে থাকার পরও অধিনায়কত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। ওই ম্যাচ চলাকালীন দলটির পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ অনুযায়ী অধিনায়ক নির্বাচন করবে তারা। একেক ম্যাচে একেক অধিনায়ককেও দেখা যেতে পারে।
তবে এক ম্যাচ পরই এই পরিকল্পনা থেকে সরে এসেছে ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তারা। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানায় বিপিএলের বর্তমান রানার্স আপরা।
বিবৃতিতে বলা হয়েছে, 'ফরচুন বরিশালকে সাকিব আল হাসান নেতৃত্ব দিতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তিনিই টুর্নামেন্টে বরিশালের অধিনায়ক।' টুর্নামেন্ট শুরুর দিনও অধিনায়ক ঘোষণা করেনি বরিশাল। প্রথম ম্যাচের আগেও নিশ্চিত ছিল না তাদের অধিনায়ক কে। মিরাজের নেতৃত্বে একটি ম্যাচ খেলার পর সিদ্ধান্তে পরিবর্তন আনলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের সময় ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিল বরিশাল। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছিলেন, ম্যাচের আগে অধিনায়ক নির্বাচন করবে তারা। তিনি বলেন, 'ম্যাচ বাই ম্যাচ আমরা নির্ধারণ করবো, কে অধিনায়ক হবেন।'
এবারের আসরে শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। ব্যাট হাতে সাকিবের ঝড় তোলার ম্যাচে ৬ উইকেটে হেরে যায় তারা। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়ে বরিশাল। কিন্তু ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মহড়ায় নামে বরিশাল, গ্রাউন্ড ফিল্ডিংয়েও হতশ্রী অবস্থা ছিল তাদের। সঙ্গে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিং, তাই বিশাল সংগ্রহ গড়েও হেরে যায় বরিশাল।