স্প্যানিশ সুপার কাপ ফাইনাল: বার্সেলোনাকে ছুঁতে পারবে রিয়াল?
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। দুই দলই সেমি-ফাইনাল জিতেছে টাইব্রেকারে। আজ রিয়াল মাদ্রিদ জিতলে বার্সেলোনার সমান ১৩ স্প্যানিশ সুপার কাপ জেতা হবে তাদের। বার্সার সামনে সুযোগ নিজেদের রেকর্ড বাড়িয়ে নেওয়ার।
মেসি-রোনালদো যুগ শেষ হওয়ার পর 'এল ক্লাসিকো'তে এখন বেনজেমা-লেভানডোভস্কির লড়াই। সময়ের অন্যতম সেরা দুই স্ট্রাইকার মুখোমুখি হবেন নিজের দলকে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতাতে।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে রিয়াল বেতিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। যদিও আজকের ফাইনাল কোনো দলই টাইব্রেকারে নিয়ে যেতে চাইবে না।
এখন পর্যন্ত 'এল ক্লাসিকো' হয়েছে ২৫০ বার। ১০১ টি জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার জয় ৯৭ টি। ড্র হয়েছে ৫২ টি ম্যাচ। রিয়াল মাদ্রিদের ৪১৮ গোলের বিপরীতে বার্সেলোনার গোল ৪০৯ টি।
স্প্যানিশ সুপার কাপে অবশ্য রিয়ালের জয়ের সংখ্যা বার্সেলোনার তুলনায় দ্বিগুণের বেশি। এই টুর্নামেন্টে ১৫ টি ম্যাচের মধ্যে লস ব্লাঙ্কোসরা জিতেছে ৯ টি ম্যাচ, কাতালানদের জয় ৪ টিতে।
স্প্যানিশ সুপার কাপের শিরোপা সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা, রিয়ালের শিরোপা ১২ টি। আজ হয় রিয়াল বার্সেলোনাকে ছুঁয়ে ফেলবে, নয়তো বার্সার রেকর্ড আরেক ধাপ বেড়ে যাবে।
দুই দলের সমর্থকেরাও প্রস্তুত, বিশ্বকাপ পরবর্তী প্রথম 'এল ক্লাসিকো' উপভোগ করার জন্য।