লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকায় ক্ষুব্ধ জাভি
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এল ক্লাসিকোতেও হার। স্বাভাবিকভাবেই হতাশ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। রিয়ালের মাঠে হেরে তাদের হাতে বলতে গেলে লা লিগার শিরোপাটাই তুলে দিয়ে এসেছে বার্সেলোনা।
তবে ম্যাচ হারের জন্য জাভি দায়ী করেছেন রেফারিংকে। লা লিগায় ভিএআর থাকলেও নেই গোল-লাইন প্রযুক্তি। যার কারণে বার্সেলোনার 'নিশ্চিত' একটি গোল বাতিল হয়েছে বলে দাবি করেছেন জাভি। ম্যাচে তার দলই ভালো অবস্থানে ছিল বলেও মন্তব্য করেছেন বার্সা কোচ।
জাভির যে ঘটনা নিয়ে আপত্তি সেটি ম্যাচের ২৮ মিনিটের। বার্সেলোনার পাওয়া একটি কর্নার থেকে লামিনে ইয়ামালের টোকা গোলপোস্টের ভেতর থেকে ফেরান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোললাইন পেরিয়েছে কি না। লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকায় ভিএআরের সিদ্ধান্ত মেনে গোল দেননি মাঠের রেফারি। যা নিয়ে তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জাভি তো রীতিমতো ক্ষুব্ধ এই ঘটনায়, 'সবাই এটা দেখেছে। কর্তৃপক্ষ চাইলে আমাকে শাস্তি দিতে পারে। কিন্তু ছবিগুলো তো রয়েছেই। আমরা মাদ্রিদের চেয়ে ভালো অবস্থানে ছিলাম। গোল-লাইন প্রযুক্তির ব্যাপারে আমি ভাষা হারিয়ে ফেলেছি।' জাভি মনে করেন, তার দলের সঙ্গে ঠিক করা হয়নি, 'আমাদের সঙ্গে অবিচার হয়েছে। যাচাই করে দেখার জন্য ভালো কোনো অ্যাঙ্গেল পাওয়া গেল না!'
বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানও সুর মিলিয়েছেন জাভির কথায়, 'গোল-লাইনে যা ঘটেছে সেটি বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এটি ফুটবলের জন্যই লজ্জাজনক। এখানে এত টাকা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটাই নেই। যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে, আমাদের কেন তা নেই সেটা আমি বুঝতে পারছি না।'