অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ২৫ কোটি টাকা খোয়ালো আইসিসি
প্রতারণার ফাঁদে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। অনলাইনে প্রতারণার মাধ্যমে তাদের একাউন্ট থেকে প্রায় আড়াই মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।
এই ঘটনা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আইন রক্ষাকারী প্রতিষ্ঠান এফবিআইকে। কীভাবে এই টাকা আইসিসির একাউন্ট থেকে গায়েব হলো সেটি এখনো স্পষ্ট করে বলতে পারছে না এফবিআই। তবে এটিকে অনলাইনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়া অন্যতম বড় প্রতারণা বলে আখ্যায়িত করেছে তারা।
আইসিসি এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তারা শুধুমাত্র এফবিআইকেই ঘটনাটি সম্পর্কে জানিয়েছে। প্রতারণার এই ঘটনা গত বছর যুক্তরাষ্ট্র থেকে পরিচালনা করা হয় বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
যে উপায়ে আইসিসির কাছ থেকে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সেটিকে বলা হয় 'ফিশিং'। এই পন্থা অবলম্বন করে প্রতারকরা ভুয়া ইমেইল ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। পরবর্তীতে সেগুলো ব্যবহার করে অর্থ আত্মসাৎ করে থাকে এই প্রতারকগোষ্ঠী।
বিইসি নামক একধরণের ফিশিং পন্থা ব্যবহার করে আইসিসিকে বোকা বানিয়ে অর্থ লেনদেনে উৎসাহিত করা হয়েছে বলে জানানো হয় রিপোর্টে। এই উপায়ে বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তির কাছ থেকে অর্থ চুরি করে থাকে প্রতারকেরা।