নেতানিয়াহু কানাডায় এলে তাকে গ্রেপ্তার করা হবে: ট্রুডো
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) নেদারল্যান্ডস-ভিত্তিক আদালতটি এক আদেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালানোর জন্য হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, 'আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি এবং আমরা আদালতের সব নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলব।'
তিনি বলেন, 'কানাডিয়ান হিসেবে এটি আমাদের কর্তব্য।'
ট্রুডো আরও বলেন, এ যুদ্ধের সমাধানে আরও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
'আমরা দেখতে চাই, সেখানে [গাজা] ত্রাণ কার্যক্রম সঠিকভাবে চলছে। কারণ সেখানে মানুষ খাদ্য ও চিকিৎসা সংকটে রয়েছে। আমরা চাই সমস্ত জিম্মিদের মুক্তি দেওয়া হোক, এবং হামাস যেন তাদের অস্ত্র সমর্পণ করে। আমরা হামাসের চলমান কর্মকাণ্ডের নিন্দা জানাই,' তিনি বলেন।
'আমাদের এমন একটি যুদ্ধবিরতি দরকার যা সাধারণ নাগরিকদের সুরক্ষা দেবে। শান্তিপূর্ণ ফিলিস্তিন এবং শান্তিপূর্ণ ইসরায়েলের সহাবস্থানের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে ফিরে যেতে হবে আমাদের।'