'সবারই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে'
বর্ণবাদ কিংবা সমকামিতার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে ফুটবলাররা সবসময়ই সোচ্চার। বর্ণবাদের কালো থাবা গুঁড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোও। সমকামিতার ব্যাপারেও বেশ আন্তরিক তারা।
সদ্যই স্প্যানিশ ক্লাব গেতাফের হয়ে খেলা চেক রিপাবলিকের খেলোয়াড় জ্যাকুব জানটো ইনস্টাগ্রামে নিজের একাউন্টে এ ভিডিওতে নিজেকে সমকামি হিসেবে ঘোষণা দিয়েছেন। ধারে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাগে খেলা এই ডিফেন্ডারের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন নেইমার।
সবারই নিজের ইচ্ছেমতো জীবন ধারনের অধিকার আছে বলে মন্তব্য ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের, 'সবারই নিজেদের ইচ্ছানুযায়ী জীবন ধারনের অধিকার রয়েছে। হোক সেটি সমকামিতা কিংবা বর্ণবাদী আচরণের বিপক্ষে প্রতিবাদ। অন্য কারো জীবন নিয়ে কিছু বলা বন্ধ করার সময় এখনই।'
জানটোর আগে অস্ট্রেলিয়ান লিগের দল অ্যাডিলেড ইউনাইটেডের জশ কাভালো এবং ব্ল্যাকপুলের জ্যাক ড্যানিয়েলসও নিজেদের সমকামি হিসেবে প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি কাতার বিশ্বকাপে ফিফা সমকামিতাকে সমর্থন করে সব দেশের অধিনায়কদের এই বিষয়ক বার্তাসহ বাহুবন্ধনী পড়ার অনুরোধ করেছিল।